কবে শুরু স্নাতকোত্তরের ক্লাস? দুশ্চিন্তায় কলকাতা বিশ্ববিদ্যালয়

কবে শুরু স্নাতকোত্তরের ক্লাস? দুশ্চিন্তায় কলকাতা বিশ্ববিদ্যালয়

এখনও পর্যন্ত স্নাতকোত্তর প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারল না কলকাতা বিশ্ববিদ্যালয়। ৩ অক্টোবর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে বলে নির্দেশ দেয় উচ্চশিক্ষা দফতর।

আগামী ৩১ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হলেও সেখানে সমস্ত ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস শুরু হবে না বলেই অনুমান করা হচ্ছে বিশ্ববিদ্যালয় তরফ থেকে।

এখনও ফাঁকা রয়ে গিয়েছে বিশ্ববিদ্যায়ের বেশ কিছু আসন। ঠিক সময়ে ভর্তির পরীক্ষা না নেওয়ার ফলেই আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে বলে সূত্রের খবর।

বিষয়টি খতিয়ে দেখতে আগেই অন্তবর্তী উপাচার্যকে চিঠি দিয়েছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি কুটা। পরে অক্টোবরের মাঝামাঝি সময়ে পরীক্ষা নেওয়া হয়।

এই প্রসঙ্গে কুটার সম্পাদক সনাতন চট্টোপাধ্যায় জানিয়েছেন,’প্রবেশিকা পরীক্ষার ফল আমরা এখনও জানি না। বাইরের বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া এখনও শুরু হয়নি। আসন এখনও ফাঁকা পড়ে রয়েছে। তবে আগামী ৩১ অক্টোবর কালস শুরু হবে বলে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

শুধু বাইরের ছাত্রছাত্রীরাই নয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ছাত্রছাত্রীর ভর্তির তালিকাও এখনও ঠিকমতো প্রকাশ করা যায়নি। এই অবস্থায় কীভাবে সঠিকভাবে ক্লাস শুরু হবে তা নিয়ে ধন্দে কর্তৃপক্ষ।’

স্নাতকোত্তর প্রথম বর্ষের ক্লাস শুরু করতে পারল না কলকাতা বিশ্ববিদ্যালয়। ৩ অক্টোবর রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির স্নাতকোত্তর প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করতে হবে বলে নির্দেশ দেয় উচ্চশিক্ষা দফতর।

(Feed Source: hindustantimes.com)