ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! নেপথ্যে ‘মানব ত্রুটি’? অন্ধ্রে বাড়ছে মৃতের সংখ্যা

ফের ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনা! নেপথ্যে ‘মানব ত্রুটি’? অন্ধ্রে বাড়ছে মৃতের সংখ্যা

বিশাখাপত্তনম: ফের ভয়ঙ্কর রেল দুর্ঘটনা। ফিরল বালেশ্বরের স্মৃতি। রবিবার সন্ধ্যায় অন্ধ্র প্রদেশের ভিজিয়ানগরম জেলায় দুটি ট্রেনের সংঘর্ষে কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা শতাধিক হওয়ার আশঙ্কা।

08532 বিশাখাপত্তনম-পালাসা প্যাসেঞ্জার ট্রেন এবং 08504 বিশাখাপত্তনম-রায়গাড়া প্যাসেঞ্জার স্পেশাল ট্রেনের সংঘর্ষের ফলেই এই দুর্ঘটনা ঘটে যায়। ঘটনার পিছনের ‘মানব ত্রুটি’ কারণ বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।

সূত্রের খবর, রবিবার সন্ধ্যা ৭ টা নাগাদ বিজিয়ানগরম ক্রশ করছিল বিশাখাপত্তনম থেকে রায়গড়াগমী প্যাসেঞ্জার ট্রেনটি। ওভারহেড তার ছিঁড়ে যাওয়ায় ট্রেনটি দাঁড়িয়ে পড়ে। এরপর তাতে এসে ধাক্কা দেয় পালাসা এক্সপ্রেস। এক্সপ্রেসের ধাক্কায় প্যাসেঞ্জার ট্রেনটির তিনটি কামরা লাইনচ্যুত হয়ে পড়ে। অন্যদিকে পালাসা এক্সপ্রেসেরও দুটি বগি লাইনচ্যুত হয়েছে বলে খবর।

প্রধানমন্ত্রী মোদির ফোন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে:
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গিয়েছে অন্ধ্রপ্রদেশের এই ট্রেন সংঘর্ষের খবর পেয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তৎক্ষণাৎ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে কথা বলে বিস্তারিত জানেন। ঘটনায় যাবতীয় সহায়তার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। PMO সূত্রে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।

(Feed Source: news18.com)