ED: এবার মুখ্যমন্ত্রীকে তলব ইডি-র!

ED: এবার মুখ্যমন্ত্রীকে তলব ইডি-র!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোদিয়ার জামিনের আর্জি খারিজ দিয়েছে সুপ্রিম কোর্ট। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে তলব করল ইডি। কবে? ২ নভেম্বরে কেন্দ্রীয় তদন্তকারীর সংস্থা সদর দফতরে হাজিরা দিতে বলা হয়েছে তাঁকে।

ঘটনাটি ঠিক কী? দিল্লির আবগারি দুর্নীতি মামলা চার্জশিট জমা দিয়েছে ইডি-ও। সেই চার্জশিটে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের নাম ছিল। গ্রেফতার করা হয়েছে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া ও আপ সাংসদ সঞ্জয় সিং-কে।

এর আগে, গত ১৬ এপ্রিল আবগারি দুর্নীতি মামলায় কেজরিওয়ালকে সাড়ে ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। এরপর এই মামলায় বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে তদন্ত শুরু করে ইডি।  আপ সরকারের আমলে আবগারি নীতি বদলে ফেলে কয়েকটি সংস্থাকে বেআইনি ভাবে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

(Feed Source: zeenews.com)