১০২ সন্তানের জন্ম দিয়েছেন আফ্রিকার মুসা, নাতিপুতির সংখ্যা ৫৭৮

১০২ সন্তানের জন্ম দিয়েছেন আফ্রিকার মুসা, নাতিপুতির সংখ্যা ৫৭৮

সত্য সেলুকাস কী বিচিত্র এই ‘বিশ্ব’! কী বিচিত্র এই বিশ্বের মানুষজন! এই যেমন আফ্রিকার উগান্ডার লুসাকার বাসিন্দা মুসা হাসহ্যা কাসেরা। বছর ৬৮-র মুসার ১২ জন বৌ, ১০২ জন সন্তান, ৫৭৮ জন নাতিপুতি। নির্ঘাৎ হেঁচকি উঠল? কিন্তু ঘটনা এক্কেবারেই সত্যিই! কোনও গল্পকথা নয়! মুসা বলেন, তিনি একমাত্র তাঁর প্রথম ও শেষ সন্তানের নাম মনে রাখতে পারেন। বাকিদের নাম আজ আর মনে থাকে না!

তবে ১০২ জন সন্তানের বাবা, উগান্ডার বাসিন্দা মুসা তাঁর এহেন ‘কীর্তি’-তে মোটেও গর্বিত নন! বরং বলেন, এত সন্তান প্রসব করা দায়িত্বজ্ঞানহীনতার পরিচয়। কারণ তিনি এত সন্তানের দেখভাল করতে পারেন না। সন্তানদের নাম-ও মনে নেই তাঁর। তাই বর্তমানে ক্ষান্ত হয়েছেন তিনি। মুসা জানিয়েছেন, তিনি গর্ভনিরোধক ব্যবহারের পক্ষপাতী নন, জীবনে কোনও দিন গর্ভনিরোধক ব্যবহারও করেননি। তাঁর স্ত্রীরা এখন গর্ভনিরোধক বড়ি খান।

এত সন্তানের জন্মের পর ক্লান্ত মুসা। আর সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে নেই। তাঁর ভাষায়, ” আমার শরীর ক্রমশ খারাপ হচ্ছে। মাত্র ২ বিঘা জমি আমার, অথভ সংসারে এতজন সদস্য। আমার দুই স্ত্রী আমায় ছেড়ে চলে গিয়েছে, কারণ আমি তাদের ন্যূনতম চাহিদাটুকুও পূরণ করতে পারিনি। যেমন খাবার, শিক্ষা, পোশাক…। আমার স্ত্রীরা এখন গর্ভনিরোধক বড়ি খায়। আমি আর সন্তানের জন্ম দেব না। আমার শিক্ষা হয়ে গিয়েছে।”

(Feed Source: news18.com)