লাল সিং চড্ডা-র ভয়াবহ ব্যর্থতার পর বেশ কিছুদিন বিরতি নিয়েছিলেন করিনা। দ্বিতীয় ছেলে জেহ-ও অবশ্য ছিল বেশ ছোট। এরপর মাসখানেক আগেই সুজয় ঘোষের ‘জানে জান’ দিয়ে করেন ওয়েব ডেবিউ। যা এসেছিল নেটফ্লিক্সে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সুজয় জানালেন, তিনি আরও কিছু স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলেন করিনার দরবারে। কিন্তু ভাগিয়ে দেওয়া হয় দরজা থেকেই।
জানে জান-এ করিনাকে নেওয়া নিয়ে সুজয়কে বলতে শোনা যায়, ‘থিয়েটারের জগতে বলতে শুনেছি, এটা বিক্রি হচ্ছে না। আর এখানে তোমাকেই নিজেকে বিক্রি করতে হয় তারকার কাছে। কী করে নাও আমার এই ছবিখানা।’
সুজয় আরও বলেন, ‘করিনার ক্ষেত্রে বিষয়টা এতটাও কঠিন ছিল না। আমার মনে হয় ওর একটা ভালো স্ক্রিপ্ট চাই। জানে জানের আগে বেশ কয়েকটা স্ক্রিপ্ট নিয়ে গিয়েছিলাম ওর কাছে। আর আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে। এই স্ক্রিপ্টটা যেমন ওর সঙ্গে সঙ্গে পছন্দ হয়ে যায়। আর বলে দেয়, আমি করব।’ থ্রিলার ধর্মী জানে জান-এ করিনার সঙ্গে কাজ করেছেন বিজয় বর্মা আর জয়দীপ আহালওয়াত।
সুজয় আরও বলেন, ‘চরিত্রটার জন্য অনেক কিছুই দরকার ছিল। মায়া একজন সিঙ্গেল মাদার। যে সন্তানের যত্ন নেয়। ক্যাফে চালায়। ২৪ ঘণ্টা কাজ করে প্রায়। নিজের যত্ন নেওয়ার বা টিপটপ থাকার কোনও সময়ই নেই ওর হাতে। সেরকমটাই বুঝিয়েছিলাম করিনাকে। আর বক্স অফিসের চাপ না থাকায়, খুব ফ্রি মনে কাজটা করেছে। পাহাড়ে ওকে কোনও ভ্যানিটি ভ্যান দিতে পারিনি। ও কোনও অভিযোগও করেনি। আমার মনে হয় বেশিরভাগ তারকাদেরই একটা ভালো স্ক্রিপ্ট দেওয়াটা দরকার।’
জাতীয় পুরস্কার জয়ী পরিচালক হনসল মেহতার ‘দ্য বাকিংহাম মার্ডারস’-এ খুব জলদি দেখা যাবে করিনাকে একেবারে নতুন রূপে। ছবিতে জসমীত ভামরা নামের এক গোয়েন্দার চরিত্রে দেখা যাবে তৈমুর জননীকে। নিজের সন্তানকে হারিয়েছে এই গোয়েন্দা, এবার তাঁর কাঁধে ১০ বছরের এক খুদের খুনের কিনারা করার দায়িত্ব। গোটা ঘটনার প্রেক্ষাপট ইংল্যান্ডের বাকিংহামশায়ার।
‘দ্য ক্রিউ’-তেও কাজ করার কথা রয়েছে নবাব ঘরণীর। যে ছবিটি রিয়া কাপুর (অনিল কন্যা) বানাচ্ছেন বলে খবর, প্রযোজনা করছেন একতা কাপুর। সেই ছবিতে অভিনয় করার কথা করিনা কপুর, টাবু, কৃতি শ্যাননের। বাংলার অভিনেতা শাশ্বতও থাকছেন।
(Feed Source: hindustantimes.com)