রক্ষণ জমাট করল ইস্টবেঙ্গল, ৩ বছরের চুক্তিতে এলেন সার্থক

রক্ষণ জমাট করল ইস্টবেঙ্গল, ৩ বছরের চুক্তিতে এলেন সার্থক

কলকাতা: নতুন মরসুমে ঘর গোছাতে নেমে পড়ল ইস্টবেঙ্গল (East Bengal) । শেষ কয়েক বছরে বাঙালি ডিফেন্ডারদের মধ্যে সার্থক গলুই (Sarthak Golui) বেশ পরিচিত নাম । গত বছর বেঙ্গালুরুতে খেলা সার্থক ফের ফিরছেন লাল-হলুদে । প্রতিভাবান এই ফুটবলার আগেও খেলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। নতুন মরসুমে দল বদলের বাজারে সার্থককে সই করিয়ে নিজেদের ডিফেন্সের শক্তি বাড়াল লাল-হলুদ । সার্থকের সঙ্গে ৩ বছরের চুক্তি করেছে লাল-হলুদ ।

সার্থক গোলুই মোহনবাগানের জার্সিতে তাঁর পেশাদার কেরিয়ার শুরু করেছিলেন । ২০১৭-১৮ সালে পুণে সিটির হয়ে আইএসএলে অভিষেক হয় সার্থকের । প্রথম মরসুমে ডিফেন্ডার হিসেবে দারুণ পারফর্ম করেছিলেন তিনি । পুণেকে সেমিফাইনালে পৌঁছাতে সাহায্য করেছিলেন সার্থক । পরের মরসুমে শক্তি বাড়িয়ে মাঠে নেমেছিল পুণে ।

তবে পুণে পরের মরসুমে প্রথম চারে জায়গা করে নিতে পারেনি । এর পর তিনি সই করেন মুম্বই সিটিতে । মুম্বইয়ের জার্সিতেও দুরন্ত খেলে নজর কাড়েন সার্থক । তবে পরের মরসুমেই গোলুই দলে ঠিক করে সুযোগ পাচ্ছিলেন না এবং সেই বছরই জানুয়ারিতে দ্বিতীয় ট্রান্সফার উইন্ডোতে তিনি যোগ দেন ইস্টবেঙ্গলে । গত বছর অবশ্য বেঙ্গালুরু চলে গিয়েছিলেন সার্থক। তবে নিজেদের প্রাক্তন প্লেয়ারকে এই বছর ফের ফিরিয়ে আনছে ইস্টবেঙ্গল । ইমামির সঙ্গে গাঁটছড়া বাধার পরেই সার্থককেও তিন বছরের চুক্তিতে সই করিয়ে নিল ইস্টবেঙ্গল ।

বাঙালি ডিফেন্ডারদের মধ্যে শেষ কয়েক বছর নাম অর্জন করেছেন সার্থক গোলুই। প্রতিভাবান এই ফুটবলার আগেও খেলে গিয়েছেন ইস্টবেঙ্গলে। নতুন করে দল গোছাতে শুরু করেছে ইস্টবেঙ্গল। প্রাক্তন ফুটবলারদের পরামর্শ নেওয়া হচ্ছে। আইএম বিজয়ন নিজেও সাহায্য করছেন ইস্টবেঙ্গলের দল গঠনের ব্যাপারে। সার্থক গোলুই একজন AIFF এলিট অ্যাকাডেমি স্নাতক ফুটবলার।

(Source: abplive.com)