JEE Main 2024: ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA) জেইই মেন ২০২৪ সেশন ১- (JEE Main 2024 Session 1) এর জন্য অ্যাপ্লিকেশন পদ্ধতি শুরু করে দিয়েছে। প্রার্থীদের প্রথমে jeemain.nta.ac.in এই ওয়েবসাইটে গিয়ে ভালভাবে নোটিফিকেশন পড়ে নিতে হবে। তারপর পূরণ করতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত চলবে এই ফর্ম ফিলআপ প্রক্রিয়া। প্রথম সেশনের পরীক্ষা হতে পারে আগামী বছর জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে। আর দ্বিতীয় সেশনের পরীক্ষা হবে ২০২৪ সালের এপ্রিল মাসে। অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে সঙ্গে এনটিএ পরীক্ষার জন্য এনফরমেশন বুলেটিন এবং সিলেবাসও প্রকাশ করেছে।
প্রার্থীরা JEE Main 2024 সেশন ১, অথবা সেশন ২ কিংবা দুটোর জন্যই প্রস্তুতি নিয়ে পরীক্ষা বসতে পারেন। অর্থাৎ পরীক্ষার্থীদের কাছে বেছে নেওয়ার অপশন রয়েছে। যদি দুটো সেশনের জন্য কোনও প্রার্থী পরীক্ষা দিয়ে থাকেন তাহলে যেখানে সর্বোচ্চ নম্বর পাবেন সেটাই চূড়ান্ত ফল হিসেবে নিররাবচন করা হবে। সেক্ষেত্রে সেশন ২- এর জন্য আলাদা করে অ্যাপ্লাই করতে হবে না। এই ধরনের প্রার্থীরা সেশন ২- এর উইন্ডো থেকে সরাসরি লগ-ইন করতে পারবেন। এর পাশাপাশি দিতে পারবেন টাকা, বদল করতে পারবেন পরীক্ষার সেন্টার বা স্থান, অবশ্যই প্রয়োজন হলে। তবে যাই হোক না কেন যাঁরা একটি সেশনের জন্য পরীক্ষা দেবেন তাঁদেরও পুরো রেজিস্ট্রেশন এবং অ্যাপ্লিকেশন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
JEE Main 2024 Session 1 – এর জন্য কীভাবে আবেদন করবেন
-
- প্রথমে JEE main- এর অফিশিয়াল ওয়েবসাইট jeemain.nta.nic.in- এখানে যেতে হবে।
-
- এবার ক্লিক করতে হবে JEE Main 2024 সেশন ১ রেজিস্ট্রেশন লিঙ্কে। এই লিঙ্ক ওয়েবসাইটের হোমপেজেই থাকবে।
-
- এরপর রেজিস্ট্রেশন ডিটেলস দিয়ে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
-
- একবার এই কাজ সম্পূর্ণ হয়ে গেলে অ্যাকাউন্টে লগ-ইন করে অ্যাপ্লিকেশন ফর্ম ফিলআপ করতে হবে।
-
- এরপরের পর্যায়ে অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। পেমেন্ট সম্পন্ন হলে সাবমিট অপশনে ক্লিক করতে হবে।
-
- শেষ পর্যায়ে পেজটা ডাউনলোড করে নিন। আর নিজের সুবিধার জন্য একটি হার্ড কপি সঙ্গে রেখে দিন যা পরে কাজে লাগতে পারে।
ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশন
পশ্চিমবঙ্গের জেইই অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রাস এক্সামিনেশনের দিনক্ষণ প্রকাশ্যে এসেছে। ২৮ এপ্রিল, রবিবার হবে এই পরীক্ষা। বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে বোর্ড।
(Feed Source: abplive.com)