AI-এর উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করার সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

AI-এর উপর সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স করার সুযোগ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

পশ্চিম মেদিনীপুর: বর্তমানে গুরুত্ব বাড়ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর। চিকিৎসাবিজ্ঞান হোক কিংবা প্রযুক্তি সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে এআই। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর উপরে সংক্ষিপ্ত কোর্স চালু হয়েছে ইতিমধ্যেই। প্রথম বছরের সফলতাকে এগিয়ে নিয়ে ফের বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে অপর দুটি কোর্স।

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর কন্টিউনিং এন্ড অ্যাডাল্ট এডুকেশন এর তরফে ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্স করানো হবে, যার মেয়াদ ১ বছর/৬ মাস(আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জন্য)। বিশ্ববিদ্যালয় মোট তিনটি বিষয়ের ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্সে ভর্তির সুযোগ রয়েছে। সাঁওতালি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি এবং সাইবার সিকিউরিটি, সাইবার ক্রাইম এন্ড সাইবার ল এর উপরে সার্টিফিকেট/ডিপ্লোমা কোর্স করা যাবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকে। সেই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে কর্তৃপক্ষ।

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফর অল: চ্যাট জিপিটি কোর্সটি সার্টিফিকেট কোর্স। যার মেয়াদ ৬মাস, বাকি দুটি ডিপ্লোমা কোর্স, মেয়াদ ১বছর। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কোর্সে ভর্তির জন্য স্নাতক পাশ এবং বাকি দুই ক্ষেত্রে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।

এই বিশেষ তিনটি কোর্সে বিভিন্ন স্কুল কলেজের পড়ুয়া থেকে বিভিন্ন ক্ষেত্রে পেশাদাররা এই কোর্সে ভর্তি হতে পারবেন। শনি, রবিবার সহ সপ্তাহে মোট দুই বা তিন দিন ক্লাস হবে।ভর্তি নেওয়া হবে ফাস্ট কাম ফাস্ট সার্ভ পদ্ধতি মেনে। আগ্রহী প্রার্থীরা বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (www. vidyasagar.ac.in/CentreCell/CCE) তে গিয়ে বিস্তারিত জানতে পারবেন।

(Feed Source: news18.com)