পুদুচেরি ও ৬ রাজ্য়ে ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে ‘টাইগার ৩’, রয়েছে আরও চমক

পুদুচেরি ও ৬ রাজ্য়ে ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে ‘টাইগার ৩’, রয়েছে আরও চমক

কলকাতা: ১২ নভেম্বর মুক্তি পেতে চলেছে সলমন খান (Salman Khan), ক্যাটরিনা কাইফ (Katrina Kaif), ইমরান হাসমি (Emran Hasmi) অভিনীত ‘টাইগার ৩’। তাই ছবি নিয়ে চড়ছে উন্মাদনার পারদ। এবার প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, পুদুচেরি ও ৬ রাজ্য়ে ইংরেজি সাবটাইটেলসহ প্রদর্শিত হবে এই ছবি।

শুক্রবার যশ রাজ ফিল্মসের (ওয়াইআরএফ) ভাইস প্রেসিডেন্ট রোহান মালহোত্রার অফিসিয়াল টুইটার হ্যান্ডেলে এই ঘোষণা করা হয়েছে। টুইটে ছবিটিকে একটি তালিকারও অন্তর্ভুক্ত করা হয়েছে যেখানে যেখানে এটি ইংরেজি সাবটাইটেল সহ প্রদর্শিত হবে। তার মধ্য়ে রয়েছে PVR সিনেমা, INOX Movies, Cinepolis India, Miraj Cinemas, Mukta A2 Cinemas, Asian Cinemas, এবং Moviemax।

আরও পড়ুন…

প্রসঙ্গত, ইতিমধ্য়েই জানা গেছে কোনও কাট ছাড়াই সেন্সরবোর্ডের (Censor Board) U/A সার্টিফিকেট পেয়েছে এই ছবি। তবে বিশেষ কিছু শব্দ ব্য়বহারে শর্ত আরোপ করেছে সেন্সরবোর্ড। সূত্রের খবর অনুযায়ী,  CBFC সাবটাইটেলে ‘বেওয়াকুফ’ শব্দটিকে ‘মাশরুফ’ এবং ‘মূর্খ’-এর পরিবর্তে ‘ব্যস্ত’ শব্দটি ব্যবহার করতে বলেছে।

এখানেই শেষ নয়, নির্দিষ্ট কিছু সংলাপে RAW (রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং) এর কথা বলা হয়েছে। সিবিএফসি এই সংলাপে নির্মাতাদের সংক্ষিপ্ত নাম, অর্থাৎ RAW ব্যবহার করতে বলেছে। সবশেষে এই তালিকায় উল্লেখ করা হয়েছে যে ‘জাতীয় সঙ্গীতের ক্ষেত্রে পরিবর্তন অনুরোধ অনুযায়ী বহাল রাখা হয়েছে’।

উল্লেখ্য়, ‘টাইগার ৩’-র রান টাইম ২ ঘন্টা ৩৩ মিনিট। ৫ নভেম্বর থেকে শুরু হয়ে যাবে ছবির টিকিটের অগ্রিম বুকিং (advance booking)। টিকিটের চাহিদা এতটাই বেশি যে শোনা যাচ্ছে সকাল ৭টা থেকে শো রাখা হবে প্রেক্ষাগৃহে।

একটি বিবৃতি প্রকাশ করে তাতে বলা হয়, ‘এই ছবি দীপাবলির ছুটিতে মুক্তি পাচ্ছে তাই সিনেমা হলগুলি তাড়াতাড়ি শো শুরু করার জন্য অনুরোধ করেছে কারণ YRF স্পাই ইউনিভার্সের অনুরাগীরা প্রদর্শকদের কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছেন স্পয়লার এড়াতে তাঁরা সকালের শো দেখতে চান।’

এই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘এই ‘টাইগার ৩’ দর্শকের জন্য একাধিক প্রিমিয়াম ফর্ম্যাটে দেখার সুযোগ করে দেওয়া হবে যেমন 2D, IMAX 2D, 4DX 2D, PVR P[Xl], DBOX, ICE এবং 4DE মোশন।

(Feed Source: news18.com)