দীপাবলির উপহার,কর্মীদের রয়্যাল এনফিল্ড দিল এই কোম্পানি

দীপাবলির উপহার,কর্মীদের রয়্যাল এনফিল্ড দিল এই কোম্পানি
Diwali Gifts: মিষ্টি,জামাকাপড়, বোনাস (Bonus) , ইনসেন্টিভ (Incentives) তো সাধারণ বিষয়। দীপাবলির উৎসবে কর্মীদের খুশি করতে রয়্যাল এনফিল্ড (Royal Enfield Bikes)  উপহার দিল এক কোম্পানি। মালিকপক্ষের এই উপহার দেখে হতবাক হয়েছেন খোদ কর্মীরা।

সব মিলিয়ে ১৫টি রয়্যাল এনফিল্ড উপহার
তামিলনাড়ুর পাহাড়ের ওপর সবুজে ঘেরা গ্রাম। নীলগিরি জেলার এই গ্রামের নাম কোটাগিরি। বিশেষত চা বাগানের ওপর নির্ভর করেই এখানকার কর্মসংস্থান গড়ে উঠেছে। এখানকারই চা বাগানের মালিক দীপাবলিতে চমকে দিয়েছেন কর্মীদের। দীপাবলিতে কোনও অফিস রয়্যাল এনফিল্ড দিতে পারে ভাবতেই পারছেন না কর্মীরা। সব মিলিয়ে ১৫টি বাইক কর্মীদের জন্য উপহার দিয়েছেন চা বাগানের মালিক।  এখানেই শেষ নয়, কর্মীদের সঙ্গে রয়্যাল মুহূর্ত কাটাতে নিজেই বাইক নিয়ে বেড়িয়ে পড়েছেন চা বাগানের রাস্তায়। সঙ্গে রয়্যাল এনফিল্ডে জয় রাইড নিয়েছেন কর্মীরাও।

Diwali 2023 কী বলছেন কর্মীরা
মালিকপক্ষের এই উপহারে স্বাভাবিকভাবেই কর্মীদের মুখে হাসি ফুটেছে। অনেকেই বলছেন,এটা তাঁজের জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। সব অফিস কর্মীর কাজে খুশি হয়েই এই উপহার দিয়েছে মালিকপক্ষ। তবে এটা সবার জন্যই একটা ব্যতিক্রমী উপহার।

Diwali 2023 দেখনদারি নেই এখানে
দীপাবলির রয়্যাল এনফিল্ড উপহার উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করে অফিস কর্তৃপক্ষ। যেখানে সব কর্মীদের বিভিন্ন ইন্ডোর গেমে অংশ নিতে হয়। অনেকেই বলছেন, কাজের ফাঁকে খেলার আনন্দ স্বাভাবিকভাবেই আরও কাজে উৎসাহ জোগাবে। তবে এখন থেকে আর আম কর্মী বলা যাবে না তাঁদের। নতুন সওয়ারি ঘরে আসার পর, এবার তাঁরা রয়্যাল ব্রিগেডের অংশ।

Diwali 2023 দীপাবলিতেও আলো ফোটে না অনেকের
তবে আলোর মাঝেই রয়েছে অন্ধকারের গল্প। ব্যতিক্রমী হাতেগোনা কিছু কোম্পানি কর্মীদের উৎসবে খুশি করলেও বেশিরভাগের অবস্থা খারাপ। অনেকে এই বাজারে বোনাস পায়নি। উৎপাদন খরচ বৃদ্ধির কথা বলে কর্মীদের পাশ কাটিয়েছেন অনেক মালিক।

Diwali 2023 ইনফোসিসের কর্তা বলেছেন এই কথা

কদিন আগেই ভারতীয় কর্মীদের পরামর্শ দিতে গিয়ে সবার বিরাগভাজন হয়েছেন ইনফোসিসের কর্তা নারায়ণমূর্তি। দেশের উন্নতির কথা ভেবে সপ্তাহে ৭০ ঘণ্টা কাজের কথা বলেছেন তিনি। যাতে প্রবল ট্রোলের শিকার হতে হয়েছে তাঁকে। সপ্তাহে ৬দিন ১ ঘণ্টার বেশি কাজের তাঁর এই পরিকল্পনায় বেশিরভাগ অফিসকর্মীরা চটেছেন। সেখানে দাঁড়িয়ে কর্মীদের ব্যতিক্রমী উপহার দিল তামিলনাড়ুল এই সংস্থা।

(Feed Source: abplive.com)