গাড়ি দুর্ঘটনায় পড়লে সাহায্য করবে Android ফোন! আসছে Google-এর নতুন ফিচার

গাড়ি দুর্ঘটনায় পড়লে সাহায্য করবে Android ফোন! আসছে Google-এর নতুন ফিচার

কলকাতা: Google-এর বিশেষ ফিচার Car Crash Detection। অর্থাৎ, গাড়ি দুর্ঘটনা সনাক্ত করা। এই ফিচার এতদিন হাতে গোণা কয়েকটি দেশেই পাওয়া যেত। এবার ভারতেও পাওয়া যাবে। এই ফিচার iPhone-এর ক্ষেত্রে Apple-এর ফিচারের মতোই কাজ করে। তবে Google নির্বাচিত কিছু Android ফোনেই এই সুবিধা পাওয়া যায়।

নাম থেকেই বোঝা যায়, গাড়ি দুর্ঘটনার কবলে পড়লে Android ফোনের সেন্সর ব্যবহার করে এই ফিচার কাজ করে। যদি কখনও কোনও গাড়ি দুর্ঘটনায় পড়ে তাহলে সতর্কতা বার্তা জারি করে। প্রতিবেদনে বলা হয়েছে, Google-এর এই সফল হয়েছে।

ভারত-সহ কয়েকটি দেশে এই ফিচারের বিশদ বিবরণ জানিয়েছেন টিপস্টার মিশাল রহমান। তিনি দাবি করেছেন, Android আপডেটে একটি ট্র্যাক রেকর্ড রয়েছে৷ সেখানেই Google-এর এই ফিচার ভারতে গাড়ি দুর্ঘটনা সনাক্তকরণের সুবিধা দেবে বলে মনে করা হচ্ছে।

মনে রাখতে হবে, ২০২৪ সালের প্রথম দিকেই Google এদেশে Pixel 8 এবং Pixel 8 Pro উৎপাদন শুরু করার পরিকল্পনা করেছে।

কীকরে ডিফল্ট না করেও কীভাবে ব্যবহার করা যাবে, দেখে নেওয়া যাক—

  • নিজের Android ফোনের Settings-এ যেতে হবে।
  • এখান থেকে যেতে হবে Safety & Emergency-তে।
  • এই অংশে খুঁজে বের করতে হবে Car crash detection। তারপর সেটি সক্রিয় করে নিতে হবে।
  • তাহলেই Android ফোনটি গাড়ি দুর্ঘটনা সংক্রান্ত যেকোনও তথ্য দিতে পারবে।

কী সুবিধা—

এই ফিচার চালু থাকলে, যেকোনও সম্ভাব্য সড়ক দুর্ঘটনা সনাক্ত করতে পারবে স্মার্টফোন। গাড়ি দুর্ঘটনায় পড়লে জরুরি পরিষেবা বিভাগের কাছে খবর পাঠিয়ে দিতে পারবে স্বয়ংক্রিয় ভাবে। যাতে তাঁরা দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তিকে সাহায্য করতে আসতে পারেন তাঁরা।

গাড়ি দুর্ঘটনার পড়লে ফোনটি ভাইব্রেট করবে এবং অ্যালার্ম উচ্চৈঃস্বরে। দুর্ঘটনাগ্রস্ত ব্যক্তির সাহায্যের প্রয়োজন কিনা, তাও জানতে চাইবে। ওই ব্যক্তির অবস্থান এবং গাড়ি দুর্ঘটনার তথ্য শেয়ার করতে ১১২ জরুরি পরিষেবা নম্বরে যোগাযোগ করবে।

কোন কোন দেশে চালু হবে—

ভারত, অস্ট্রিয়া, বেলজিয়াম, পর্তুগাল, সুইজারল্যান্ডে নতুন করে এই ফিচার চালু করতে চলেছে Google।

এখনও পর্যন্ত এই ফিচার শুধুমাত্র Pixel 4a বা পরবর্তী মডেলগুলিতে পাওয়া যায়। ভারতীয় ভাষাতেও এটি পাওয়া যায় না। সমস্ত রকম দুর্ঘটনা সনাক্ত না-ও করতে পারে এটি।

(Feed Source: news18.com)