রাজস্থানে দলবদল তুঙ্গে! ১০ বছর পর বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রবীণ নেতা

রাজস্থানে দলবদল তুঙ্গে! ১০ বছর পর বিজেপি ছেড়ে কংগ্রেসে প্রবীণ নেতা

জয়পুর: রাজস্থানে ভোটের ময়দানে দলবদল রাজনীতি চরমে পৌঁছেছে। টিকিট না পেয়ে কেউ বিজেপি ছেড়ে ছুটছেন কংগ্রেস তো কেউ আবার কংগ্রেস ত্যাগ করে হাত ধরছেন বিজেপির। আর এই নিয়েই প্রধান দুই বিরোধী শিবিরে ব্যাপক শোরগোল জারি। এবার দলত্যাগের এই তালিকায় নাম লেখালেন বিজেপির প্রবীণ নেতা কর্নেল সোনারাম। বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন তিনি।

কংগ্রেসের হাত ধরতে না ধরতেই বিজেপির বিরুদ্ধে অভিযোগের ঝড় তুলেছেন এই বর্ষীয়ান নেতা। কংগ্রেসে যোগদানের পরেই কর্নেল সোনারাম বলেছেন, “আজ দেশে যে অশান্তি ও উত্তেজনার পরিবেশ সৃষ্টি হয়েছে তার জন্য বিজেপির ওপর ক্ষুব্ধ দেশের কৃষক সমাজ।”

কর্নেল সোনারাম আরও বলেন, তিনি টানা তিনবার সাংসদ ছিলেন। এরপর বিধায়ক হন। এরপর ২০১৪ সালে বারমেরের মানুষ তাঁকে আবারও ভোট দিয়ে সাংসদ করেন। একইসঙ্গে নেতার দাবি, কংগ্রেস তাঁকে টিকিট দিচ্ছে। শিগগিরই বিজয়ী হয়ে ফিরে আসবেন তিনি এমনও আশ্বাস দেন এই প্রবীণ নেতা। তাঁর দাবি, “অনতিকালেই রাজ্যে কংগ্রেস সরকার গঠিত হবে।” সোনারামের কথায়, “ইতিমধ্যেই মল্লিকার্জুন খার্গের সঙ্গে দেখা করেছেন তিনি। বাড়মেরের গুধামালানি থেকে সোনারামকে কংগ্রেস টিকিট দিতে পারে বলে আশা করা হচ্ছে। এদিকে, গুধামালানির কংগ্রেস বিধায়ক হেমারাম চৌধুরী ইতিমধ্যেই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অস্বীকার করেছেন।

(Feed Source: news18.com)