এই জায়গা থেকে বেঁচে ফেরেন না কোনও মানুষ… ভয়ঙ্করতম এই স্থানের অজানা কাহিনি

এই জায়গা থেকে বেঁচে ফেরেন না কোনও মানুষ… ভয়ঙ্করতম এই স্থানের অজানা কাহিনি

পৃথিবীর প্রান্তে প্রান্তরে এমন অনেক জায়গা ছড়িয়ে রয়েছে যাদের হদিশ হয়তো আমরা জানিই না। অথচ সেখানে এমন কিছু ঘটনা ঘটে যা রীতিমতো চমকে ওঠার মতো। আজকের প্রতিবেদনে আলোচনা করা হবে ব্রাজিলের তেমনই একটি দ্বীপ নিয়ে। এই দ্বীপে শুধু সাপেদেরই একচেটিয়া বাস। সাও পাওলো থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূরে এই দ্বীপ। ওই দ্বীপে মানুষের প্রবেশ নিষিদ্ধ।

এই দ্বীপে বিভিন্ন প্রজাতির সাপের মধ্যে পিট ভাইপার অন্যতম। এই সাপ পৃথিবীর সবথেকে বিষাক্ত সাপ। এটি ছাড়াও পৃথিবীর অন্য বিষাক্ত সাপগুলিও এখানে আছে। ফলে এই সাপের রাজত্বে কোনও মানুষ গেলে তা তার প্রাণহানির কারণ হতে পারে। তবে শুধু এটি নয়। এর মতো ভয়ঙ্কর আরও একটি জায়গা কিন্তু আছে।

১০ কোটি বছর আগে সাহারা মরুভূমিতে ছিল ডাইনোসরের বাস। যেটি এখন দক্ষিণ-পূর্ব মরক্কো হিসাবে পরিচিত। এটি ভয়ঙ্কর হিংস্র মাংসাশী ডাইনোসরের এলাকা ছিল। সেখানে নাকি উড়ন্ত ডাইনোসরও ছিল। সেখান থেকে মেলা জীবাশ্মর গবেষণা থেকে জানা গিয়েছে, এদের দলের মধ্যে অন্তত তিনটি বিরাট আকারের ডাইনোসর থাকত। বিজ্ঞানীরা এই এলাকাকে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর জায়গা হিসেবে চিহ্নিত করেছেন। এমন একটি জায়গা যেখানে কোনও মানুষের ইতিহাস নেই।

(Feed Source: news18.com)