গ্যারাজে পড়ে থাকে গাড়ি? কীভাবে ভাল রাখবেন শখের বাহন, রইল টিপস

গ্যারাজে পড়ে থাকে গাড়ি? কীভাবে ভাল রাখবেন শখের বাহন, রইল টিপস

কলকাতা: অনেক সময় সমস্যার কারণে নিজের গাড়ি নিয়ে বেরোতে পারেন না গাড়ির মালিকেরা। ফলে গাড়ি গ্যারাজেই পড়ে থাকে। আর এভাবে মাসের পর মাস ধরে গাড়ি না চালানো হলে কী কী হতে পারে?

আসলে গাড়ি দীর্ঘ দিন চালানো না হলে এর বিভিন্ন যন্ত্রাংশ এবং কার্যকারিতার উপর ক্ষতিকর প্রভাব পড়ে। যদিও গাড়ির ইঞ্জিন হয়তো চলবে, তবে একাধিক সমস্যার সৃষ্টি হতে পারে।

কয়েক সপ্তাহ কিংবা মাস ধরে গাড়ি না চালালে তার হাইড্রোলিক, নিউমেটিক্স এবং ইলেকট্রিক্যাল সিস্টেমের উপর প্রভাব ফেলে। বহু দিন পরে গাড়ি চালাতে গেলে সমস্যা দেখা দিতে পারে। এই সমস্যা এড়ানোর জন্য কিছু নিরাপত্তামূলক পদক্ষেপ করা যেতে পারে। রইল সেই সংক্রান্ত কিছু টিপস।

টায়ার পরীক্ষা:

গাড়ি চালানো হোক কিংবা না হোক, গাড়ির টায়ার মূলত বায়ু চাপ হারিয়ে ফেলে। আর গাড়ি অনেকটা সময় ধরে চালানো না হলে তো অবধারিত ভাবেই বায়ু চাপ কমে। তাই তা সঠিক ভাবে পরীক্ষা করতে হবে এবং টায়ারে প্রয়োজনীয় বাতাস ভরে নিতে হবে। কম বায়ু চাপযুক্ত টায়ারের গাড়ি চালালে টায়ার পুরোপুরি ভাবে ক্ষতিগ্রস্ত হয়।

ব্যাটারি পরীক্ষা:

দীর্ঘ সময় গাড়ি না চালালে গাড়ির ব্যাটারিও ক্ষতিগ্রস্ত হতে পারে। ব্য়াটারির চার্জের মাত্রা পরীক্ষা করে নিয়ে তা রিচার্জ করতে হবে। তবে ব্যাটারির অবস্থা ভাল না হলে তা পাল্টে নেওয়া উচিত।

ফ্লুইড পরীক্ষা

একটি গাড়ির মধ্যে একাধিক ধরনের টেকনিক্যাল ফ্লুইড থাকে। যার মধ্যে অন্যতম হল ইঞ্জিন অয়েল, ব্রেক ফ্লুইড, পাওয়ার স্টিয়ারিং ফ্লুইড, ট্রান্সমিশন অয়েল, কুল্যান্ট ইত্যাদি। এই সমস্ত ফ্লুইডের মাত্রা ঠিক আছে কি না, তা গাড়ি চালানোর সময় পরীক্ষা করে নিতে হবে।

ফুয়েল ট্যাঙ্ক ভর্তি

দীর্ঘ সময় গাড়ি পড়ে থাকলে আবার ব্যবহার করার সময় পেট্রোল কিংবা ডিজেলের ট্যাঙ্ক ভর্তি করতে হবে। ট্যাঙ্ক সিল থাকলেও জ্বালানির দাহ্য অংশ ৬ মাসের মধ্যে বাষ্পীভূত হয়ে যেতে পারে।

ক্লাচ পরীক্ষা

দীর্ঘ সময় গাড়ি না চালানো হলে ফের গাড়ি নিয়ে রাস্তায় নামার আগে গাড়ির ক্লাচ পরীক্ষা করা আবশ্যক।

(Feed Source: news18.com)