Karar Oi Louho Kapat: নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’-এর অর্থই নষ্ট হয়ে গিয়েছে! কটাক্ষের মুখে রহমান

Karar Oi Louho Kapat: নজরুলের ‘কারার ঐ লৌহকপাট’-এর অর্থই নষ্ট হয়ে গিয়েছে! কটাক্ষের মুখে রহমান

অনুসূয়া বন্দ্যোপাধ্যায়: এ আর রহমানের নতুন গানের রিমেকে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভের আগুন। কাজী নজরুল ইসলামের কালজয়ী গান ‘করার ঐ লৌহ কাপাট’ -এর যেভাবে নতুন ভার্সন তৈরি করেছেন রহমান তা মেনে নেওয়া যায় না। নেটিজেনদের একাংশের বক্তব্য, ‘একমাত্র যারা গানটি আগে শোনেনি এবং তার অর্থ জানেন না, কেবল তাদেরই নতুন ভার্সন ভালো লাগতে পারে।’ অনিন্দিতা কাজী বলেছেন, ‘এ আর রহমানকে অসম্মান না করেই বলছি আমি এই সুর কোনওভাবেই মেনে নিতে পারছি না।’

বাংলার রাহুল দত্তের উপর দায়িত্ব পড়েছিল এই গান গাওয়ানোর। তাঁর কথায়, গানের সুরটা রেকর্ড করেই পাঠিয়েছিলেন রহমান। ভিডিয়ো কলেও উনি ছিলেন, গাইড করে দিয়েছেন। ২০২১ সালে রেকর্ড হয়েছিল এই গান। রাহুল বলেন, ‘এক্সপেরিমেন্টাল গান হিসাবে দেখেছি। এ আর রহমান ছিলেন তাই আর বাকি কিছু মাথায় ছিল না।’  ভারতে ইংরেজদের বিরুদ্ধে প্রতিবাদের একটি গান হিসাবে এই গান বিদ্রোহী কথা এবং ঐতিহাসিক তাৎপর্যের জন্য পরিচিত।

ঈশান খট্টর এবং মৃণাল ঠাকুর অভিনীত পিপ্পা ছবিতেই ব্যবহার করা হয়েছে এই গানের রিমেক ভার্সন। আর তাতেই ক্ষুব্ধ অনুরাগীদের একাংশ। ট্যুইটারে প্রবল সমালোচনারও মুখোমুখি হয় এই গান। কেউ কেউ নতুন দৃষ্টিভঙ্গি আনার জন্য রহমানের প্রশংসা করলেও বেশিরভাগ হতাশা প্রকাশ করেছে। তাদের বক্তব্য, নজরুলের গানের সারমর্মই বদলে গিয়েছে এই গানে।

প্রসঙ্গত, ১০ নভেম্বর অ্যামাজন প্রাইমে মুক্তি পেতে চলেছে ‘পিপ্পা’। এই ছবিতে অভিনয় করেছেন ইশান খট্টর, মৃণাল ঠাকুর, প্রিয়াংশু পাইনুলির মতো অভিনেতারা। সিনেমাটি ক্যাপ্টেন বলরাম সিং মেহতার জীবনের উপর তৈরি। ১৯৭১ সালে ভারত-পাকিস্তান যুদ্ধের সময় পূর্ব ফ্রন্টে যুদ্ধ করেছিলেন তিনি। আর এই সিনেমার সুরকার এ আর রহমান।

নেটিজেনদের একজন বলেই বসলেন, ‘মনে হয় সময় এসেছে যে বাঙালিদের সাহিত্যের ঐতিহ্যের কপিরাইট করা দরকার, যাতে নিম্নমানের বলিউডের বানিজ্যিক রিমেক থেকে রক্ষা করা যায়। এ আর রহমান তাঁর নিজের গানের বিকৃতি হওয়া নিয়ে সংবেদনশীল। কিন্তু কাজী নজরুল ইসলামের গানের প্রতি এত অবহেলা কেন?’

নিচে কাজী নজরুল ইসলামের কথা ও সুরে গানটি রইল-

(Feed Source: zeenews.com)