বাসে ট্রেনে ঝুলে ঝুলে আর নয়! উড়ে উড়ে অফিস যাওয়ার ব্যবস্থা করল ইন্ডিগো

বাসে ট্রেনে ঝুলে ঝুলে আর নয়! উড়ে উড়ে অফিস যাওয়ার ব্যবস্থা করল ইন্ডিগো

অফিস টাইম মানেই বড় বড় শহরগুলিতে যানজটের সমস্যা। আর উৎসবের সময় হলে তা বাড়ে বৈ কমে না।  কলকাতা তো বটেই, মুম্বই ও বেঙ্গালুরুর মতো শহরেও একই সমস্যা। যানজটের নিরিখে বেঙ্গালুরু রীতিমতো জায়গা পেয়েছে আন্তর্জাতিক তালিকায়। অফিস টাইমে সেই শহরে এক কিমি রাস্তা যেতেই লাগে দুই থেকে তিন ঘণ্টা। প্রায়ই একই ছবি মুম্বইয়ে। শুধু কি রাস্তার ভিড়! গাড়ির ভিতরেও গাদাগাদি ঠেসাঠেসি করে তবেই পৌঁছানো যায় অফিস। পাবলিক ট্রান্সপোর্ট মানেই রোজ যুদ্ধ করতে করতে অফিস ঢোকা। লোকাল ট্রেন থেকে বাস সর্বত্র ছবিটা একই। তবেই এই ছবিই পাল্টে যেতে পারে চার বছরের মধ্যে।

সম্প্রতি বিমান সংস্থা ইন্ডিগোর ঘোষণায় তেমন আশায় বুক বাঁধছেন অনেকেই। নাভিশ্বাস তোলা যানজট কমাতে ইন্ডিগো নিয়ে আসছে ইলেক্ট্রিক এয়ার ট্যাক্সি। ইন্ডিগোর নিয়ামক সংস্থা ইন্টারগ্লোব এন্টারপ্রাইজের তরফে এই ঘোষণা করা হয়েছে। ঘোষণায় জানানো হয়েছে, মার্কিন সংস্থা আর্চার এভিয়েশনের সঙ্গে যৌথভাবে এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এয়ার ট্যাক্সি আদতে কী?

নামেই পরিচয়। আকাশ দিয়ে উড়বে এই ট্যাক্সি। যারা হ্যারি পটার দেখেছেন, তারা দেখে থাকবেন এমন উড়ন্ত ট্যাক্সি। ইন্ডিগোর এই ট্যাক্সি চলবে সম্পূর্ণ ইলেকট্রিকে। ফলে দূষণের সমস্যা নেই। অন্যদিকে কোনও চালক ছাড়া এই ট্যাক্সিতে চারজন বসতে পারেন। এছাড়াও রয়েছে সময়ের সুবিধা। অফিস যেতে দুই থেকে তিন ঘন্টা লেগে যায় অনেকেরই। আবার ফিরতেও সেই একই সময়। বেঙ্গালুরুর মতো যানজটের শহরে এই সময়টা বেড়ে চার-পাঁচ ঘন্টাও হয়। এতটা সময় আর নষ্ট হবে না আপনার। কারণ জ্যাম ঠেলে যে পথ পেরোতে দেড় ঘন্টা লাগে, সে পথ এই ট্যাক্সি যাবে ৭ মিনিটে!

এই ই-এয়ারক্রাফ্ট বা এয়ার ট্যাক্সির নাম ‘মিডনাইট’। আপাতত সর্বোচ্চ ১০০ মাইল বা ১৬১ কিমি পর্যন্ত এই এয়ার ট্য়াক্সি পরিষেবা দিতে পারে। ভারতে এয়ার ট্যাক্সি পরিষেবা চালু করার আগে মাইলেজ আরও বাড়ানোর চিন্তাভাবনা করছে ইন্টারগ্লোব। প্রাথমিক ভাবে দিল্লিতে চালু হবে পরিষেবা। ২০০টি এয়ারক্রাফ্ট থাকবে শুরুতে। পরের ধাপে মুম্বই, বেঙ্গালুরুতেও চলবে এয়ার ট্যাক্সি।

(Feed Source: hindustantimes.com)