কেকে-র হোটেলের ঘরে পাওয়া গেল ১০ রকমের ওষুধ

কেকে-র হোটেলের ঘরে পাওয়া গেল ১০ রকমের ওষুধ

গায়ক কেকে-র মৃত্যুর তদন্তে লালবাজারের গোয়েন্দাদের হাতে এল গুরুত্বপূর্ণ তথ্য। কলকাতার গ্র্যান্ড হোটেলে কেকের ঘরে তল্লাশিতে অন্তত ১০ রকমের ওষুধ পেয়েছেন গোয়েন্দারা। তার মধ্যে রয়েছে একাধিক হোমিওপ্যাথিক ও আয়ুর্বেদিক ওষুধ। এই সমস্ত ওষুধ কেকে কেন খেতেন তা জানার চেষ্টা করছেন গোয়েন্দারা।

বুধবার গ্র্যান্ড হোটেলে তল্লাশি চালান কলকাতা পুলিশের গোয়েন্দারা ও ফরেন্সিক দল। হোটেলের কর্মীদের বাইরে বার করে দিয়ে চলে তল্লাশি। তখনই গোয়েন্দারা হোটেলে কেকে-র ঘরের ড্রয়ার থেকে ১০ রকমের ওষুধের সন্ধান পান। এর মধ্যে রয়েছে অম্বল ও লিভারের ওষুধ। রয়েছে ভিটামিন ট্যাবলেট ও বেশ কিছু আয়ুর্বেদিক ও হোমিওপ্যাথিক ওষুধ। গোয়েন্দাদের অনুমান, প্রতিটি অনুষ্ঠানে নিজেকে ছাপিয়ে যেতে এই ওষুধগুলি ব্যবহার করতেন তিনি। তবে তাঁর ঘরে কোনও প্রেসক্রিপশন পাওয়া যায়নি। ফলে কোন চিকিৎসকের পরামর্শে তিনি ওষুধগুলি খেতেন তা জানা যায়নি।

ওদিকে ময়নাতদন্তকারী চিকিৎসকরা বৃহস্পতিবার জানিয়েছেন, কেকের হৃদযন্ত্রের চারিদিকে স্নেহপদার্থের একটি পাতলা পর্দা পাওয়া গিয়েছে। বুধবার ময়নাতদন্তে গায়কের হৃদযন্ত্রের প্রধান ধমনীসহ রক্তবাহিকার একাধিক স্থানে স্নেহপদার্থ জমে রয়েছে বলে জানিয়েছিলেন। মূল ধমনীর ৭০ শতাংশ রুদ্ধ হয়ে ছিল বলে জানিয়েছিলেন তাঁরা। যার জেরে তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।

(Source: hindustantimes.com)