মেসি-নেইমার তো কী! হ্যাটট্রিক করে PSG-কে জেতালেন এমবাপে, শীর্ষে PSG

মেসি-নেইমার তো কী! হ্যাটট্রিক করে PSG-কে জেতালেন এমবাপে, শীর্ষে PSG

শুভব্রত মুখার্জি:- লিওনেল মেসি, নেইমার জুনিয়ররা ক্লাব ছেড়ে চলে যাওয়ার পরে নতুন করে দলকে সাজিয়েছে পিএসজি। স্বাভাবিকভাবেই এই মুহূর্তে দলের সবথেকে বড় তারকা ফরাসি তরুণ স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। তাঁর উপর দল যে আশা-ভরসা রেখেছে, সেটার সুবিচার করছেন তিনি। তার ফের একবার প্রমাণ পাওয়া গেল ফরাসি লিগা ওয়ানে পিএসজির ম্যাচে। এই ম্যাচে হ্যাটট্রিক করে দলকে জয় এনে দিলেন ফরাসি তারকা স্ট্রাইকার। পাশাপাশি লিগা ওয়ানের ক্রমতালিকায় শীর্ষে উঠে এল পিএসজি। ৩-০ গোলে তারা হারিয়ে দিল রেইমসকে।

কিলিয়ান এমবাপে মরশুমে তাঁর প্রথম হ্যাটট্রিকের দেখা পেলেন। তাঁর অনবদ্য পারফরম্যান্সে ভর করে রেইমসকে অনায়াসে হারিয়ে লিগা ওয়ানের শীর্ষে উঠে এল পিএসজি। প্রতিপক্ষের মাঠে শনিবার লিগের ম্যাচটি ৩-০ গোলে জিতল প্যারিসের ক্লাবটি। লিগে এই নিয়ে টানা পাঁচটি ম্যাচ জিতল পিএসজি।ম্যাচ শুরুর তৃতীয় মিনিটেই এগিয়ে যায় পিএসজি। ডি বক্সে গোলের কাছ থেকে নিচু ভলিতে দলকে এগিয়ে নেন এমবাপে। প্রথমার্ধে এই গোলেই ব্যবধান ধরে রেখে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধের ৫৯ তম মিনিটে এমবাপে পিএসজির হয়ে ব্যবধান দ্বিগুণ করেন। প্রতিপক্ষের বাধা এড়িয়ে নিচু শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন যান তিনি। এরপর আর পিএসজির বিরুদ্ধে সেইভাবে প্রতিরোধ গড়ে তুলতেই পারেনি রেইমস। ম্যাচের ৮২ তম মিনিটে রেইমসের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেয় পিএসজি।

পেনাল্টি বক্সে প্রথম ছোঁয়াতেই নেওয়া শটে এক দুরন্ত শটে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন তরুন ফরাসি ফরোয়ার্ড। এই ম্যাচের পরে এইবারের লিগা ওয়ানে ১১ ম্যাচে এমবাপের গোল সংখ্যা দাঁড়াল ১৩। ফলে ফরাসি লিগা ওয়ানে গোলদাতাদের তালিকার শীর্ষেই রয়েছেন তিনি। অন্যদিকে ১২ ম্যাচে ২৭ পয়েন্ট নিয়ে শীর্ষে উঠল বর্তমান চ্যাম্পিয়নরা। এক পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে নিস। যারা মন্টপিলিয়ারের বিরুদ্ধে ম্যাচে ড্র করেছে। ম্যাচে দারুণ কয়েকটি সুযোগ পেলেও একবারও পিএসজি গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মাকে পরাস্ত করতে পারেনি রেইমস।

(Feed Source: hindustantimes.com)