ইনফোসিস পুরস্কার বিজেতাদের নাম ঘোষিত, দুজন IIT কানপুরের, বাংলার কেউ নেই

ইনফোসিস পুরস্কার বিজেতাদের নাম ঘোষিত, দুজন IIT কানপুরের, বাংলার কেউ নেই

ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের তরফে ঘোষণা করা হল ইনফোসিস পুরস্কার ২০২৩। চলতি বছর ছয়টি বিষয়ে এই পুরস্কার তুলে দেওয়া হল বিজেতাদের হাতে। ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স, হিউম্যানিটিজ, লাইফ সায়েন্স, ম্যাথেমেটিক্স, ফিজিক্যাল সায়েন্স ও সোশ্যাল সায়েন্স।

চলতি বছরে ইঞ্জিনিয়ারিং ও কম্পিউটার সায়েন্স বিভাগে এই পুরস্কার পেলেন আইআইটি কানপুরের অধ্যাপক সচ্চিদানন্দ ত্রিপাঠি। সাসটেনেবল এনার্জি ইঞ্জিনিয়ারিং নিয়ে গবেষণা করছেন তিনি। সায়েন্স গ্যালারি বেঙ্গালুরুর প্রতিষ্ঠাতা জাহ্ণবী ফালকে হিউম্য়ানিটিজ বিভাগে এই পুরস্কার পেলেন। লাইফ সায়েন্স বিভাগে এই পুরস্কার জিতে নিয়েছেন আইআইটি কানপুরের অধ্যাপক অরুণ শুক্লা। জি প্রোটিন কাপল রিসেপটর নিয়ে গবেষণার জন্য এই পুরস্কার দেওয়া হল তাঁকে। অন্যদিকে প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ভার্গব ভাট অঙ্ক বিভাগের পুরস্কার পেলেন। ফিজিক্যাল সায়েন্সে এই পুরস্কার বিজেতা বায়োকেমিস্ট্রির অধ্যাপক মুকুন্দ ঠাট্টাই। অন্যদিকে সোশ্যাল সায়েন্সে এই পুরস্কার পেলেন কলোম্বিয়া বিশ্ববিদ্যালয়ের করুণা মানটেনা।

২০০৮ সাল থেকে এই পুরস্কার দিতে শুরু করে দেশের টেক জায়ান্ট সংস্থা ইনফোসিস। নানা শাখার পরীক্ষানিরীক্ষায় উল্লেখযোগ্য অবদানের জন্য এই পুরস্কার দেওয়া হয়। সারা ভারত জুড়ে খোঁজ চলে বিজেতার। পুরস্কার হিসেবে দেওয়া হয় একটি গোল্ড মেডাল ও এক লাখ ডলার অর্থমূল্য। বেঙ্গালুরুতে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

২০২৩ সালের বিজেতাদের বেছে নেওয়ার প্রক্রিয়া সহজ ছিল না। মোট ২২৪টি মনোনয়ন আসে জুরিদের কাছে‌। আন্তর্জাতিক জুরিরা তার মধ্যে থেকে বেছে নেন এই বছরের বিজেতাদের‌। গত কয়েক বছর ধরেই এই পুরস্কার সম্মাননীয় হাতে গোনা কিছু পুরস্কারের তালিকায় স্থান করে নিয়েছে। ছক ভাঙা গবেষণার গবেষকদের চিহ্নিত করেছে ইনফোসিস সায়েন্স ফাউন্ডেশনের জুরিরা‌‌। এই পুরস্কার বিজেতাদের অনেকেই পরবর্তীকালে নোবেলের মতো পুরস্কারে ভূষিত হয়েছেন।

যেমন নোবেল বিজয়ী অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় ও এস্থার দাফলো এক সময় এই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। অন্যদিকে ফিল্ডস মেডাল প্রাপক মঞ্জুল ভার্গব ও অক্ষয় ভেঙ্কটেশকেও দেওয়া হয়েছিল এই পুরস্কার। আবার ড্যান ডেভিড প্রাইজ প্রাপক সঞ্জয় সুব্রহ্মণ্যমকেও এই পুরস্কার দেওয়া হয়েছিল। অন্যদিকে ফান্ডামেন্টাল ফিজিক্সে এই পুরস্কার দেওয়া হয়েছিল অশোক সেনকে।

(Feed Source: hindustantimes.com)