মোদী নিঃস্বার্থে কাজ করেন, আগে যা বলেছি ক্ষমা চাইছি, ডিগবাজি খেলেন শেহলা রশিদ

মোদী নিঃস্বার্থে কাজ করেন, আগে যা বলেছি ক্ষমা চাইছি, ডিগবাজি খেলেন শেহলা রশিদ

শেহলা রশিদ। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী। বিজেপির বিরুদ্ধে বার বার সরব হতেন তিনি। গোটা দেশজুড়ে এজন্য় বেশ পরিচিতি পেয়েছিলেন তিনি। তবে আচমকাই সুর বদলে ফেললেন তিনি। তিনি এখন বলছেন, মোদী নিঃস্বার্থ মানুষ। তিনি জাতীয় স্বার্থে কাজ করেন।

ফের একেবারে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন তিনি। এতদিন তাঁকেই টুকরে টুকরে গ্য়াংয়ের সদস্য়া হিসাবে কটাক্ষ করতেন বিজেপি নেতারা। সোশ্যাল মিডিয়ায় নানা জনে ট্রোল করতেন তাঁকে। আর সেই বিজেপির শীর্ষ নেতার জন্য় প্রশংসা ঝড়ে পড়ছে শেহলার গলায়। কিন্তু আগে কেন তিনি ওইসব কথা বলতেন? তাঁর কথায় অন্যের কাছ থেকে শুনে বলতাম। আগের মন্তব্যের জন্য ক্ষমা চাইছি।

সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে মুখ খুলেছেন তিনি। তিনি বলেন, আমরা এখন দেখছি একটা সুন্দর প্রশাসন। প্রধানমন্ত্রী সমালোচনাকে পাত্তা দেন না। তিনি নিঃস্বার্থ মানুষ। জাতীয় স্বার্থে তিনি কাজ করেন।

অমিত শাহের প্রশংসাতেও তিনি পঞ্চমুখ। তিনি বলেন, কাশ্মীরে শান্তি নিশ্চিত করেছেন তিনি। কাশ্মীরের পরিবর্তন তিনি এনেছেন বলে দাবি করেন। তিনি বলেন, কাউকে তো বরফ ভাঙতে হবে। সেটা করেছে এই সরকার। আমি এই সরকারকে কৃতিত্ব দেব। বিশেষত প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কৃতিত্ব দেব।

সেই সঙ্গে কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপ করা নিয়েও সরব হলেন তিনি। অন্যদিকে আগেই ৩৭০ ধারা বিলোপের বিরুদ্ধে যে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে তা থেকে নিজের নাম প্রত্যাহার করার জন্য আবেদন করেছিলেন তিনি। আদালত সেই আবেদনকে মেনে নিয়েছিল। তবে এবার সংবাদ সংস্থা এএনআইয়ের কাছে সাফ জানিয়ে দিলেন শেহলা রশিদ। জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী, মোদী নিঃস্বার্থ মানুষ। তিনি জাতীয় স্বার্থে কাজ করেন।

(Feed Source: hindustantimes.com)