বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ক্লার্ক পদে নিয়োগ করছে SBI

বিপুল সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, ক্লার্ক পদে নিয়োগ করছে SBI

কলকাতা: ক্লার্ক পদে নিয়োগ করছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI Clerk Notification 2023)। জারি হল নিয়োগের বিজ্ঞপ্তি। SBI জানিয়েছে প্রায় ৯ হাজার শূন্যপদে এই নিয়োগ হবে। আজ থেকেই শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া। আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত করা যাবে আবেদন।

কীভাবে আবেদন? 

মোট ৮ হাজার ৭৭৩ শূন্যপদে নিয়োগ করা হবে। sbi.co.in এই ঠিকানায় গিয়ে আবেদন করতে পারবেন আবেদনকারীরা। ৭ ডিসেম্বর বা তার আগে আবেদনকারীকে করতে হবে আবেদন। সংশ্লিষ্ট ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রার করে ফি জমা দিয়ে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। 

আবেদনের খুঁটিনাটি:

শূন্যপদের সংখ্যা ৮৭৭৩
বয়স ন্যূনতম ২০ বছর

সর্বোচ্চ ২৮ বছর 

শিক্ষাগত যোগ্যতা স্নাতক
আবেদনের মাধ্য়ম অনলাইন
আবেদনের তারিখ ৭ ডিসেম্বরের পর্যন্ত করা যাবে আবেদন 
পরীক্ষার দিনক্ষণ ২০২৪ সালের জানুয়ারি মাস
চাকরির স্থান সারাভারতের যে কোনও প্রান্তে 
অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in

কীভাবে করবেন আবেদন?

    • প্রথমে SBI-এর অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in এই ঠিকানায় যেতে হবে।
    • অ্যাপ্লাই অনলাইন লিঙ্কে ক্লিক করতে হবে।
    • সঙ্গে সঙ্গে স্ক্রিনে ভেসে উঠবে রেজিস্ট্রেশন ফর্ম।
    • সেখানে নাম, আধার নম্বর, ইমেল আইডি, মোবাইল নম্বর, ঠিকানা সহ যাবতীয় তথ্য দিতে হবে।
    • সাবমিট রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করতে হবে।
    • প্রয়োজনীয় আইডি আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে পরবর্তী ধাপে।
    • অ্যাপ্লিকেশন ফর্মে যা যা তথ্য জানতে চাওয়া হচ্ছে তা পূরণ করে সাবমিট করতে হবে।
    • সব নথির স্ক্যান করা কপি আপলোড করতে হবে এবং অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে।
    • অ্যাপ্লিকেশন ফর্মের কপি ডাউনলোড করে নিজের কাছে রেখে দিতে হবে।

নিয়োগের বিজ্ঞপ্তি SSC-র: নতুন নিয়োগের নোটিফিকেশন প্রকাশ করেছে স্টাফ সিলেকশন কমিশন (Staff Selection Commission)। Young Professional (IT) – এই পদে নিয়োগ করা হবে। তরুণ তুর্কিদের নিয়োগের জন্যই এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন জানাতে পারবেন স্টাফ সিলেকশন কমিশনের অফিশিয়াল ওয়েবসাইট ssc.nic.in – এখানে। ৫টি শূন্যপদ পূরণ করা হবে। সংবাদপত্রে প্রকাশিত হয়েছে চাকরির এই নোটিফিকেশন। যেদি প্রকাশ হয়েছে তার থেকে ১৪ দিন পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। প্রার্থীদের অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে তার সঙ্গে আরও কিছু বিস্তারিত বিবরণ সমেত তা পাঠাতে হবে। o Under Secretary (Establishment-I), Staff Selection Commission, Room No. 712, Block No.12, CGO Complex, Lodhi Road, New Delhi-110 003 এই ঠিকানায় অ্যাপ্লিকেশন ফর্ম এবং প্রয়োজনীয় ডকুমেন্ট পাঠাতে হবে। 

(Feed Source: abplive.com)