আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে মৃতের দেহ আজই পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ আদালতের

আমহার্স্ট স্ট্রিট কাণ্ডে মৃতের দেহ আজই পরিবারের হাতে তুলে দেওয়ার নির্দেশ আদালতের
পার্থপ্রতিম ঘোষ, সুকান্ত মুখোপাধ্যায়, কলকাতা : আমহার্স্ট স্ট্রিট (Amherst Street  )কাণ্ডে অশোক সিংহের দেহ পরিবারের হাতে তুলে দিতে নির্দেশ দিল  কলকাতা হাইকোর্ট (High Court)। আদালতের নির্দেশ, ‘এসএসকেএম হাসপাতাল থেকে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেবে পুলিশ। মরদেহ বাড়িতে নিয়ে যাওয়ার সময় পর্যাপ্ত নিরাপত্তা দিতে হবে পুলিশকে। সরকারি গাড়িতে মৃতদেহ নিয়ে যাওয়া হবে। বিশৃঙ্খলা এড়াতেই নিরাপত্তা দিয়ে মৃতদেহ নিয়ে যাবে পুলিশ’। এমনটাই নির্দেশ দেন প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যর ডিভিশন বেঞ্চ।

শনিবারই দেহ সৎকার করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় আমহার্স্ট স্ট্রিটকাণ্ডে মৃত অশোক সিংয়ের পরিবার। দেহ চেয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন জনস্বার্থ মামলাকারী প্রিয়ঙ্কা টিবরেওয়াল। মৃত ব্যক্তির প্রতি সম্মান দেখানো কর্তব্য, মন্তব্য করেন প্রধান বিচারপতি।

এই মামলায় শুক্রবার আদালত হাইকোর্ট নির্দেশ দেয়, ‘দ্বিতীয়বার ময়নাতদন্তের আপাতত প্রয়োজন নেই।’ এরপর কলকাতা পুলিশের মর্গ থেকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয় মৃতদেহ। অভিযোগ, পরিবার দেহ নিতে গেলে বলা হয়, শুনানি ২৩ নভেম্বর, তাই দেহ দেওয়া যাবে না। তখন শনিবারই দেহ সৎকার করতে চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয় অশোক সিংয়ের পরিবার। এর আগে ২৩ নভেম্বর পর্যন্ত দেহ সংরক্ষণের নির্দেশ দিয়েছিল আদালত।

অন্যদিকে, শনিবার কলকাতা হাইকোর্টের নির্দেশমতো, আমহার্স্ট স্ট্রিটকাণ্ডের তদন্তে ৫টি সিসি ক্যামেরার ফুটেজ বাজেয়াপ্ত করল লালবাজারের সাইবার থানা। থানার করিডরে ২টি, সেরেস্তা, ওসি-র ঘর ও লক আপে একটি করে সিসি ক্যামেরা রয়েছে।যেখানে অশোক সিং অসুস্থ হয়ে পড়েন বলে পুলিশের দাবি, সেই তদন্তকারী অফিসারের ঘরে কোনও সিসি ক্যামেরা নেই। সূত্রের খবর, মোট ২৭ মিনিটের সিসি ফুটেজ সংরক্ষণ করা হয়েছে।  সূত্রের খবর, বুধবার ঘটনার দিন, আমহার্স্ট স্ট্রিট থানায় যে সব পুলিশ কর্মীরা হাজির ছিলেন এবং অন্যান্য যাঁরা ছিলেন, তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করে তথ্য সংগ্রহ করেছে লালবাজারের হোমিসাইড শাখা।

গত বুধবার আমহার্স্ট স্ট্রিট থানায় চুরির ফোন ফেরত দিতে ডাকা হয়েছিল ৪২ বছরের অশোক সিংকে। তাঁর পরিবারের দাবি, কিছুক্ষণ পর থানায় গিয়ে অশোক সিংকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তাঁরা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁর মৃত্য়ু হয়।  তারপরই থানায় পিটিয়ে খুনের অভিযোগ তুলে সরব হয় মৃতের পরিবার। নিরপেক্ষ জায়গায় ময়নাতদন্তের পাশাপাশি, থানার ভিতরের CCTV ফুটেজ প্রকাশ্য়ে আনার দাবিও জানান তাঁরা। মামলা গড়ায় কলকাতা হাইকোর্টে।

(Feed Source: abplive.com)