‘বন্ধু’ শাহরুখ খানের আতিথেয়তায় আপ্লুত বেকহ্যাম, পোস্টে ধন্যবাদ সোনম-আনন্দকেও

‘বন্ধু’ শাহরুখ খানের আতিথেয়তায় আপ্লুত বেকহ্যাম, পোস্টে ধন্যবাদ সোনম-আনন্দকেও

নয়াদিল্লি: সম্প্রতি ভারতে এসেছিলেন প্রাক্তন ফুটবলার (Former Footballer) ডেভিড বেকহ্যাম (David Beckham)। UNICEF গুডউইল অ্যাম্বাসাডর (UNICEF Goodwill Ambassador) হিসেবে ভারতে এসে, ব্যস্ত সময়ের মধ্যে খানিক ফাঁকা সময় বের করতে পারেন তিনি। আর সেই সময়ে দেখা সাক্ষাৎ সারেন বলিউডের একাধিক তাবড় তারকাদের সঙ্গে, যাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান (Shah Rukh Khan), সোনম কপূর (Sonam Kapoor) প্রমুখ। তাঁরা দুজনেই নিজেদের মুম্বইয়ের বাসভবনে আপ্যায়ন করেন বেকহ্যামের। সোশ্যাল মিডিয়ায় ভরে যায় সেই ছবি। তাঁদের ধন্যবাদ জানিয়ে পোস্ট করেন ডেভিড বেকহ্যামও।

ভারতে বেকহ্যাম, আতিথেয়তায় উচ্ছ্বসিত ফুটবলার জানালেন ধন্যবাদ

ম্যান ইউ লেজেন্ড নিজের সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন। একটিতে তাঁকে পোজ দিতে দেখা গেল বলিউডের বাদশাহ শাহরুখ খানের সঙ্গে। পরের ছবিতে তিনি রয়েছেন সোনম কপূর ও আনন্দ আহুজার সঙ্গে। পোস্টে দুই তারকাকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের উষ্ণ আপ্যায়নের জন্য।

এদিন ছবি পোস্ট করে ফুটবলার লেখেন, ‘এই দুর্দান্ত মানুষটির বাড়িতে আতিথেয়তা পেয়ে কৃতজ্ঞ। শাহরুখ খান, গৌরী খান, তাঁদের মিষ্টি সন্তানেরা এবং ঘনিষ্ঠ বন্ধুবান্ধবদের সঙ্গে খাওয়া দাওয়া, আড্ডা – ভারতে আমার প্রথম সফর শেষ করার জন্য এর থেকে ভাল উপায় আর কীই বা হতে পারে… ধন্যবাদ আমার বন্ধু – যে কোনও সময় আমার বাড়িতে তুমি ও তোমার পরিবার স্বাগত।’

একই পোস্টে তিনি ধন্যবাদ জানান সোনম ও আনন্দকে। তিনি লেখেন, ‘সোনম কপূর ও আনন্দ আহুজা – এই সপ্তাহে তোমরা আমাকে কী উষ্ণতা আর ভালবাসার সঙ্গে আপ্যায়ন করেছ, ধন্যবাদ তোমাদের বাড়িতে ওই সুন্দর সন্ধ্যার আয়োজন করার জন্য – খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার।’ সোনম কপূর ও শাহরুখ খানের বাড়িতে যাওয়ার আগে বেকহ্যাম পৌঁছে গিয়েছিলেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ১৫ নভেম্বরের ভারত বনাম নিউজিল্যান্ড বিশ্বকাপ সেমিফাইনাল ম্যাচ দেখতে।

ডেভিড বেকহ্যামের পোস্ট করার আগে তাঁর উপস্থিতিকে স্বাগত জানিয়ে একটি ছবি পোস্ট করেন শাহরুখ খানও। তিনি লেখেন, ‘গত রাতে এক আইকন… এক সত্যিকারের ভদ্রলোকের সঙ্গে। আমি চিরকালই ওঁর  বড় প্রশংসক ছিলাম কিন্তু তাঁর সঙ্গে দেখা করার পর এবং তিনি কীভাবে বাচ্চাদের সঙ্গে মিশে যান তা দেখে আমি বুঝতে পেরেছি যে একটিমাত্র জিনিস যা তাঁর ফুটবলকেও ছাপিয়ে যায় তা হল তাঁর দয়ালু এবং কোমল স্বভাব। তোমার ও তোমার পরিবারের জন্য ভালবাসা। ভাল থেকো, আনন্দে থেকো এবং খানিক ঘুমিয়ে নাও এবার।’

(Feed Source: abplive.com)