সফল পরীক্ষার্থীদের নিয়ে ভুয়ো দাবি! খান স্টাডি গ্রুপকে বড় জরিমানা কেন্দ্রের

সফল পরীক্ষার্থীদের নিয়ে ভুয়ো দাবি! খান স্টাডি গ্রুপকে বড় জরিমানা কেন্দ্রের

‘ওই প্রকাশনীর বই পড়েই প্রথম হয়েছি সেই পরীক্ষায়’, ‘তমুক প্রতিষ্ঠানে পড়েই ক্র্যাক করেছি অমুক পরীক্ষা’ — বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠান ও প্রকাশনীর এমন সব বিজ্ঞাপন অহরহ দেখা যায়‌। এবার সেই বিজ্ঞাপনের জেরেই ফ্যাসাদে পড়ল ভারতের এক বিখ্যাত প্রাইভেট কোচিং সংস্থা। কেন্দ্রের গ্রাহক সুরক্ষা বিভাগে তাদের নামে অভিযোগ দায়ের করা হয়‌। বড় অঙ্কের জরিমানা দিতে হল সংস্থাকে।

ইউপিএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছিল কিছু দিন আগে। সেই পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের নিয়ে রীতিমতো খবরও হয়। তবে এর মধ্যেই কিছু পরীক্ষার্থীদের ছবি দেখা যায় খান স্টাডি গ্রুপের বিজ্ঞাপনে। বিজ্ঞাপনে দাবি করা হয়, সফলভাবে উত্তীর্ণ পরীক্ষার্থীরা তাদের প্রতিষ্ঠান থেকেই ইউপিএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন। ফলে এমন নজরকাড়া সাফল্য এসেছে। আদতে যার পুরোটাই ছিল মিথ্যে দাবি। অবশ্য এ কাজ করে খান স্টাডি গ্রুপ পার পায়নি। কেন্দ্রের গ্রাহক সুরক্ষা বিভাগে সংস্থার নামে অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে ৫ লাখ টাকা জরিমানা করেছে কেন্দ্র।

খান স্টাডি গ্রুপের (কেএসজি) দাবি, ইউপিএসসি পরীক্ষায় মোট নির্বাচিত ৯৩৩ জনের মধ্যে ৬৮২ জন তাদের পড়ুয়া।‌ ২০২২ সালে তাঁরা ওই প্রতিষ্ঠানে পড়েছেন।‌ কেএসজি-এর তালিকায় প্রথম পাঁচ উত্তীর্ণ প্রার্থীও ছিলেন। এই দাবি দেখেই খাপ্পা হয়ে ওঠে অন্যান্য কোচিং সংস্থাগুলি। গ্রাহক সুরক্ষা বিভাগে অভিযোগ জানাতেই ওই বিজ্ঞাপন তুলে নেয় খান স্টাডি গ্রুপ। তবে একা কেএসজি এই ফ্যাসাদে পড়েনি। তালিকায় রয়েছে আরও ১৭টি শিক্ষামূলক প্রতিষ্ঠান। একই দায়ে ফেঁসেছে তাঁরাও।

প্রসঙ্গত, এমন ঘটনা বহুদিন ধরেই ঘটছিল। যেসব পরীক্ষার্থীরা শুধুমাত্র মক ইন্টারভিউ দেন, তাদেরও বিজ্ঞাপনের কাজে লাগায়‌ বিভিন্ন‌ সংস্থা। অথচ সফল পরীক্ষার্থীদের অধিকাংশই তাদের কোনও কোর্স করেননি। এবার তাদের বিরুদ্ধে অভিযোগ পেয়ে নড়ে চড়ে বসল কেন্দ্রের সংশ্লিষ্ট দফতর। কেন্দ্রের জারি করা নোটিসের উত্তর দিয়েছে ওই কোচিং সংস্থা। তারা জানায়, ৬৮২ জনের মধ্যে ৬৭৪ জন তাদের প্রতিষ্ঠানে মক ইন্টারভিউ দিয়েছেন। যা আদতে একেবারেই বিনামূল্যে। অর্থাৎ এর জন্য কোনও অর্থ নেয় না কোচিং সংস্থা।

(Feed Source: hindustantimes.com)