Rahul Dravid: বিশ্বকাপ পর্যন্তই ছিল তাঁর সঙ্গে চুক্তি, ভবিষ্যৎ নিয়ে আপডেট দ্রাবিড়ের

Rahul Dravid: বিশ্বকাপ পর্যন্তই ছিল তাঁর সঙ্গে চুক্তি, ভবিষ্যৎ নিয়ে আপডেট দ্রাবিড়ের

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিশ্বকাপ শেষ, বিসিসিআইয়ের সঙ্গে চুক্তি মেয়াদও শেষ। ‘এই মুহূর্তে এইসব নিয়ে ভাবার সময় নেই’, ফাইনালের সাংবাদিক সম্মেলনে বললেন ভারতীয় ক্রিকেট দলের কোচ রাহুল দ্রাবিড়।

ক্রিকেটার হিসেবে বিশ্বকাপ জিতে পারেননি। তবে রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে এবারের বিশ্বকাপে দারুন ছন্দে ছিল টিম ইন্ডিয়া।  টানা ১০ ম্যাচ জিতে ফাইনালে পৌঁছে গিয়েছিলেন রোহিতরা। কিন্তু অন্তিম পর্বেই ঘটে গেল চরম ভরাডুরি। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ষষ্ঠবারে জন্য বিশ্বচ্যাম্পিয়ন সেই অস্ট্রেলিয়ার। ২০০৩-র বদলা নেওয়া হল না ২০২৩-এ।

২০২১ সালে রবি শাস্ত্রীর জায়গায় ভারতীয় দলের কোচ হন রাহুল দ্রাবিড়। বিসিসিআইয়ের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ ছিল ২০২৩-র বিশ্বকাপ পর্যন্ত। এবার কী পরিকল্পনা? সাংবাদিক সম্মেলনে  রাহুল বলেন,’আমি এখনও কিছু ভাবিনি। সবে আমরা একটা বিশ্বকাপ ফাইনাল খেলে এলাম। এই মুহূর্তে আমার কাছে এইসব নিয়ে ভাবার সময় নেই। বিশ্বকাপ ফাইনাল নিয়েই সম্পূর্ণ মনোনিবেশ করছিলাম। বিশ্বকাপ ছাড়া আমার মাথায় অন্য কিছুই ছিল না।  ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু চিন্তা করিনি’।

(Feed Source: zeenews.com)