আগামী বছর কবে সরস্বতী পুজো ? কতক্ষণ থাকবে তিথি ?

আগামী বছর কবে সরস্বতী পুজো ? কতক্ষণ থাকবে তিথি ?
কলকাতা : শীতের আমেজ গায়ে মেখে বাংলার মানুষ যে পুজো-উৎসবগুলোর জন্য অপেক্ষা করে থাকে, তার মধ্যে অন্যতম সরস্বতী পুজো (Saraswati Puja 2022)। শিক্ষার্থীরা বাগদেবীর আরাধনায় মেতে ওঠে। স্কুল, কলেজ, শিক্ষা প্রতিষ্ঠান থেকে বাড়িতে-বাড়িতে, পাড়ার ক্লাব থেকে বিভিন্ন জায়গায় সরস্বতী পুজোর আয়োজন করা হয়। তাই নতুন বছর পড়লেই কবে সরস্বতী পুজো রয়েছে, তা জানার আগ্রহ থাকে সকলেরই। আর কয়েকদিন পড়েই শেষ হয়ে যাবে চলতি বছর, অর্থাৎ ২০২৩ সাল। শুরু হবে নতুন বছর, ২০২৪ সাল। নতুন বছরে কবে পড়ছে সরস্বতী পুজোর শুভ তিথি (Saraswati Puja 2022 Date & Timing) ? কতক্ষণই বা থাকবে শুভক্ষণ ? চলুন জেনে নেওয়া যাক…

২০২৪-এর সরস্বতী পুজো –

আগামী বছরে সরস্বতী পুজো রয়েছে ১ ফাল্গুন। ইংরেজির ১৪ ফেব্রুয়ারি, বুধবার।

শ্বেতশুভ্র সাজে বীণা হাতে আমাদের কাছে আসেন মা সরস্বতী। বাগদেবীর আরাধনা হয় সমস্ত জায়গায়। পড়ুয়ারা এই দিনে মায়ের আরাধনায় প্রার্থনা করেন। সরস্বতী পুজোর এই বিশেষ দিনে হলুদ রঙের পোশাক পরার চল রয়েছে। কিন্তু, কী কারণ ? বলা হয়, হলুদ রং মানুষের মনে ইতিবাচক প্রভাব তৈরি করে। নেতিবাচক সমস্ত শক্তির অবসান ঘটিয়ে ইতিবাচকভাবে যে কোনও কিছুর শুরুর জন্য হলুদ রঙের ব্যবহার। এছাড়াও, প্রকৃতি যখন হলুদ রঙে সেজে ওঠে, তখন তা আরও সুন্দর হয়ে ওঠে। এই সমস্ত কারণেই এই দিনে স্কুল কলেজের ছাত্র ছাত্রী থেকে পড়ুয়ারা, এমনকী বড়রাও হলুদ রঙের পোশাক পরেন।

ব্রহ্মার মানসকন্যা সরস্বতী ৷ তাঁর এক হাতে বীণা, অন্য হাতে পুস্তক ৷ তাই পুস্তকের সঙ্গে যাঁদের সম্পর্ক, সকলেই এদিন ব্যস্ত থাকেন তাঁর আরাধনায় ৷ বিদ্যার্জন সহজ না হলেও দেবী কিন্তু অল্পেই সন্তুষ্ট ৷ সামান্য ফুল-মিষ্টি-বেলপাতা আর দোয়াত-কলম ৷ নিয়মকাননুও তেমন কিছু নয় ৷ এই মন্ত্রে করা যেতে পারে সরস্বতীকে প্রণাম।

শ্রী শ্রী সরস্বতী পুজোর প্রণাম মন্ত্র –

নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমল-লোচনে।
বিশ্বরূপে বিশালাক্ষি বিদ্যাং দেহি নমোহস্তুতে।
জয় জয় দেবী চরাচরসারে, কুচযুগশোভিত মুক্তাহারে।
বীণারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমোহস্তুতে।

(Feed Source: abplive.com)