খলিস্তানি জঙ্গিকে হত্যার চেষ্টা! বাঁচাল আমেরিকা, সতর্ক করল ভারতকে, দাবি রিপোর্টে

খলিস্তানি জঙ্গিকে হত্যার চেষ্টা! বাঁচাল আমেরিকা, সতর্ক করল ভারতকে, দাবি রিপোর্টে

আমেরিকায় খলিস্তানি জঙ্গি গুরপন্তওয়ান্ত সিং পান্নুনকে হত্যার চেষ্টা রুখে দিল মার্কিন প্রশাসন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ফিনান্সিয়াল টাইমসের প্রতিবেদন উদ্ধৃত করে এমনই জানানো হয়েছে সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদনে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, সেই ঘটনায় ইতিমধ্যে ভারতকে সতর্ক করেছে ওয়াশিংটন। কারণ ওই ঘটনায় নয়াদিল্লি যুক্ত থাকতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে সংশ্লিষ্ট মহল। যদিও বিষয়টি নিয়ে আপাতত ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

ওই প্রতিবেদন এমন একটা সময় প্রকাশিত হয়েছে, যখন ভ্যাঙ্কুভারে খলিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার ঘটনা নিয়ে ভারত এবং কানাডার মধ্যে সম্পর্ক তলানিতে ঠেকেছে। দু’দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন চলছে। গত সেপ্টেম্বরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দাবি করেন যে নিজ্জরের হত্যার ঘটনায় ভারতের হাত থাকতে পারে বলে ইঙ্গিত মিলেছে। সেই দাবি অবশ্য খারিজ করে দিয়েছে নয়াদিল্লি। কানাডাও নিজেদের যুক্তির স্বপক্ষে কোনও প্রমাণ দেখাতে পারেনি।

তারইমধ্যে ওই ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে নিষিদ্ধ সংগঠন ‘শিখস ফর জাস্টিস’-র নেতা পান্নুনকে হত্যার চেষ্টা রুখে দিয়েছে আমেরিকা। ওই প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা দাবি করেছেন যে জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মার্কিন সফরের পরে ভারতকে সেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল। তবে ঠিক কীভাবে প্রতিবাদ জানানো হয়েছিল, তা অবশ্য ওই প্রতিবেদনে জানানো হয়নি।

ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, বিষয়টির সঙ্গে অবহিত আধিকারিকরা জানিয়েছেন যে কূটনৈতিক পথে প্রতিবাদের পাশাপাশি এক অভিযুক্তের বিরুদ্ধে আইনি পথেও হাঁটা হচ্ছে। নিউ ইয়র্কের একটি আদালতে সেই আইনি প্রক্রিয়া চলছে। তবে ওই বিষয়টি জনসমক্ষে আনা হবে নাকি নিজ্জরের হত্যার ঘটনায় কানাডা যে তদন্ত করছে, সেটার চূড়ান্ত রিপোর্টের জন্য অপেক্ষা করা হবে, তা নিয়ে ভাবনাচিন্তা করা হচ্ছে বলে ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

তারইমধ্যে বিষয়টি নিয়ে মুখ খুলেছে পান্নুন। ওই ব্রিটিশ সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, খলিস্তানি জঙ্গি পান্নুন জানাতে চায়নি যে মার্কিন প্রশাসন তাকে সতর্ক করেছে কিনা। খলিস্তানি জঙ্গি বলেছেন, ‘আমেরিকার মাটিতে একজন আমেরিকার নাগরিককে যে হুমকি দেওয়া হচ্ছে, সেটা আমেরিকার সার্বভৌমত্বকে প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছে। আমার বিশ্বাস, এরকম কোনও প্রতিকূলতার মোকাবিলা করতে ভালোভাবে সক্ষম (জো) বাইডেন প্রশাসন।’

(Feed Source: hindustantimes.com)