২০২৪ ইউরোর মূলপর্বে কোয়ালিফাই করল ক্রোয়েশিয়া, গ্রিসের কাছে আটকে গেল ফ্রান্স

২০২৪ ইউরোর মূলপর্বে কোয়ালিফাই করল ক্রোয়েশিয়া, গ্রিসের কাছে আটকে গেল ফ্রান্স

শুভব্রত মুখার্জি:- ২০২৪ ইউরো কাপের মূলপর্বে যাওয়া নিশ্চিত করল ২০২২ কাতার বিশ্বকাপের সেমিফাইনালিস্ট ক্রোয়েশিয়া দল। গত ম্যাচেই কার্যত মূলপর্বে যাওয়া নিশ্চিত হয়ে গিয়েছিল ক্রোয়েশিয়ার। আর বুধবার আনুষ্ঠানিকভাবে সেই কাজটা সম্পন্ন করল ক্রোয়েশিয়া দল। লুকা মদ্রিচরা চলে গেল ইউরোর মূলপর্বে। মদ্রিচদের ইউরোর মূলপর্ব নিশ্চিত হওয়ার দিনেই সাত ম্যাচ পরে আটকে গেল ফ্রান্স। তাদেরকে রুখে দিল গ্রিস।

জাগ্রেবে আর্মেনিয়ার বিরুদ্ধে জিতেই ইউরোর মূলপর্ব নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া দল।ক্রোয়েশিয়ার জয়ের রাতে ওয়েলস চলে গেল প্লে অফে। আর পিছিয়ে পড়েও গ্রিসের বিরুদ্ধে ড্র করল ফ্রান্স। বিরতির ঠিক দুই মিনিট আগে আন্তে বুদিমির হেড করে গোল করেন। আর এই গোলটিই দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। অন্যদিকে কার্ডিফে তুরস্কের বিরুদ্ধে ১-১ গোলে ড্র করে ওয়েলস দল। ফলে মার্চে প্লে-অফ খেলতে হবে ওয়েলসকে। এই ম্যাচে জিতলে টানা তৃতীয়বার ইউরোর মূলপর্বে কোয়ালিফাই করবে ওয়েলস।

অন্যদিকে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইয়ে টানা ৭ ম্যাচ জয়ের পর শেষ রাউন্ডে আটকে গেল ফ্রান্স। গ্রিসের বিপক্ষে দ্বিতীয়ার্ধে পাঁচ মিনিটে দুই গোল হজম করে পিছিয়ে পড়ে তারা। সেখান থেকে পরে ঘুরে দাঁড়িয়ে দুরন্ত কামব্যাক করে ইউরোর বাছাইয়ে অপরাজিত থাকার স্বস্তি নিয়ে মাঠ ছাড়েন তারা। প্রতিপক্ষের মাঠে ২-২ গোলে ড্র করেছে ফ্রান্স। উল্লেখ্য প্রথম লেগে তারা গ্রিসের বিপক্ষে ১-০ গোলে জিতেছিল। ৩ দিন আগে জিব্রাল্টারের বিরুদ্ধে রেকর্ড ১৪ গোল করেছিল ফ্রান্স। এথেন্সেও এদিন বল দখলের পাশাপাশি আক্রমণে আধিপত্য ছিল ফ্রান্সের।তবে ম্যাচ তারা জিততে পারেনি।প্রথমার্ধের শেষ দিকে কোলো মুয়ানির গোলে এগিয়েও যায় তারা। কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি তারা।

দ্বিতীয়ার্ধের একাদশ মিনিটে ২০ গজ দূর থেকে আনাস্তাসিওসের ভলিতে সমতায় ফেরে গ্রিস। পাঁচ মিনিট পর ফটিসের গোলে এগিয়ে যায় আয়োজকরা। পিছিয়ে পড়ার খানিক পরেই একসঙ্গে তিনটি পরিবর্তন করেন ফ্রান্স কোচ দিদিয়ে দেঁশ। কোলো মুয়ানির বদলি হয়ে দলের কিলিয়ান এমবাপে।৭৪তম মিনিটে তার অ্যাসিস্টে গোলটি করেন ইউসুফ ফোফানা।‘বি’ গ্রুপের শীর্ষস্থান নিশ্চিত করা ফ্রান্স ২২ পয়েন্ট নিয়ে ইউরোর বাছাই শেষ করল।

(Feed Source: hindustantimes.com)