বাড়িভাড়া নয়, বিছানার অর্ধেকটা ভাড়া! বিছানাওয়ালির অদ্ভুত বিজ্ঞাপন ভাইরাল

বাড়িভাড়া নয়, বিছানার অর্ধেকটা ভাড়া! বিছানাওয়ালির অদ্ভুত বিজ্ঞাপন ভাইরাল

বিছানার একদিকে আপনি শোবেন, আরেকদিকে শোবেন আরেকজন। এমন ভাবেই কাটবে সারারাত। বিছানার উল্টোদিকে যিনি শুচ্ছেন তিনি মহিলা হতে পারেন। আপনি হতে পারেন অপরিচিত পুরুষ। কিন্তু এটা কোনও ‘বিশেষ পরিষেবা’ নয় মোটেই। এখানে ওই মহিলাটি আপনার বাড়িওয়ালি। আর আপনি হলেন ভাড়াটে। অবিশ্বাস্য হলেও এটা সত্যি। বিশ্বের এক প্রান্তে বর্তমানে এমনটাই হচ্ছে। আর তার সঙ্গত কারণও রয়েছে।

সম্প্রতি কানাডার এক মহিলা এমন একটি সুযোগ দেন ভাড়াটেদের জন্য। তাঁর বিছানার একটি পাশ তিনি ভাড়া দিতে সম্মত হন। কারণ আর কিছুই না। তাঁর বাড়িতে আর কোনও বেডরুম নেই। এই দিকে ওই এক বেডরুমের মাসিক ভাড়া কমপক্ষে ভারতীয় মুদ্রায় দেড় থেকে দুই লাখ টাকা। তাই শেষ পর্যন্ত এভাবেই খরচ কমানোর পথে হাঁটছেন অনেকে। তারই একজন হলেন ওই মহিলা। তিনি তাঁর বিছানার একটি পাশ ভাড়া দিতে চান। অর্থাৎ ভাড়াটে তাঁর বিছানার ওই পাশটিতে শুতে পারেন। এ জন্য তাঁকে মাসে ৯০০ কানাডিয়ান ডলার ভাড়া দিতে হবে। যা ভারতীয় মুদ্রায় প্রায় ৫৫ হাজার টাকা।

আদতে এটি কানাডার টরোন্টোর ঘটনা। কানাডার এই এলাকা ভাড়াটেদের জন্য রীতিমতো ব্যয়বহুল। এতটাই ব্যয়বহুল যে এক বেডরুমের একটি রুম ভাড়া করে সেখানে থাকাটাও রীতিমতো মুশকিল হয়ে পড়ে। সম্প্রতি তাই সেখানে শুরু হয়েছে ‘হট বেডিং’ পরিষেবা। ‘হট বেডিং’ পরিষেবা বিশ্বের আরও কয়েকটি দেশেও রয়েছে। কী এই পরিষেবা? আদতে বাড়িভাড়া বাঁচাতেই এই ধরনের বেডিং-এর ব্যবস্থা করতে হয়। এতে দুই অপরিচিত ব্যক্তি, তারা দুজনেই পুরুষ হতে পারেন, দুজনেই মহিলা হতে পারেন, আবার পুরুষ-মহিলাও হতে পারেন, একই বিছানায় ভাগাভাগি করে শোয়ার বন্দোবস্ত করেন।

কানাডার ওই মহিলার ফেসবুক পোস্টটি বর্তমানে ডিলিট করে দেওয়া হয়েছে। তবে তার আগেই তার স্ক্রিনশট তুলে নেন ইমারত শিল্প নিয়ে কর্মরত অ্যানিয়া এটিনগার। তিনি ওই পোস্টের ভিত্তিতে একটি পোস্ট তৈরি করেন। তাতে মহিলার মানসকিতা নিয়ে নানারকম প্রশ্ন রাখেন। কানাডার ও মহিলা ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছেন বলে জানান তিনি। একই কথা অনেকে কমেন্টেও লেখেন। তবে এক নেটিজেনের কথায়, এভাবে একজন নিজের একাকিত্ব কাটানোর চেষ্টাও করে থাকতে পারেন।

(Feed Source: hindustantimes.com)