‘কেথ্রিজি-র অ্যাডাল্ট ভার্সন’, অ্যানিম্যাল নিয়ে মত রণবীরের! মুগ্ধ করিনা-আলিয়া

‘কেথ্রিজি-র অ্যাডাল্ট ভার্সন’, অ্যানিম্যাল নিয়ে মত রণবীরের! মুগ্ধ করিনা-আলিয়া

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে রণবীর কাপুরের পরবর্তী ছবি ‘অ্যানিম্যাল’-এর ট্রেলার। যার জেরে বর্তমানে জোর চর্চায় আছেন অভিনেতা। আর নিজের নতুন ছবি সম্পর্কে বলতে গিয়ে ঋষি-পুত্র বললেন, ‘কাভি খুশি কাভি গম’-এর অ্যাডাল্ট ভার্সন এই ছবি। সঙ্গে ট্রেলার লঞ্চ ইভেন্টে এসে এটিকে নিজের কেরিয়ারের সবচেয়ে জটিল ছবি বলেও করলেন উল্লেখ।

ট্রেলার লঞ্চের সময় নিজের ছবি সম্পর্কে বলতে গিয়ে রণবীর বললেন, ‘অ্যানিম্যাল হচ্ছে কাভি খুশি কাভি গম-এর অ্যাডাল্ট ভার্সন। আমাকে যদি এক লাইনে এই ছবিকে বর্ননা করতে হয় তাহলে বলব, এমন এক মানুষের গল্প যে নিজের পরিবারকে রক্ষা করতে যতদূর খুশি যেতে পারে। এটাই হল এই ছবির মূল কথা।’ কাভি খুশি কাভি গম একটি পারিবারিক ড্রামা, যা পরিচালনা করেছিলেন করণ জোহর। মুক্তি পেয়েছিল ২০০১ সালে।

ট্রেলার দেখতে বসে অর্জুন চরিত্রটা আপনাকে শিহরিত করবেই। বাবার ভালোবাসার কাঙাল ছেলেটি, কিন্তু ব্যস্ত বাবা কখনও সময়ই দিতে পারেননি সেভাবে। আর বাবাকে কাছে না পাওয়ায় মানসিক বিকারগ্রস্থ করে তোলে তাকে। এমন অবস্থা হয় যে মানুষ খুন করতেও কুণ্ঠা হয় না তাঁর। ট্রেলারের শুরু থেকে শেষ, রণবীরকে দেখা যায় রক্তের বন্যা বইয়ে দিতে।

রণবীর অর্জুন চরিত্রটা সম্পর্কে বললেন, ‘আমার কেরিযারের সবচেয়ে জটিল চরিত্র এটি। আপনি কাউকে মারলেন, রক্ত বেরিয়ে এল। ১০ সেকেন্ডে আপনি তা দেখে বোর হয়ে যাবেন। হিংস্রতা হচ্ছে মাথায়, কতটা একটা মানুষের মাথা নিতে পারে! কোনটা ঠিক আর কোনটা ভুল। প্রতিপক্ষে থাকা ববি স্যার নাকি আমি। এই সিনেমাটা দেখার পর সমাজ, দর্শক এই প্রশ্নই করবে।’

রণবীরের গোটা পরিবার প্রশংসা করেছে অ্যানিম্যাল-এর ট্রেলারের। বউ আলিয়া ইনস্টা স্টোরিতে লেখেন, ‘ক্যাপশন টাইপ করার সময় পাচ্ছি না। এই নিয়ে ৭ হাজার বার দেখছি ট্রেলারখানা। যা আমার মনকে বিস্ফোরিত করেছে। আমাকে এই সিনেমাটি দেখতেই হবে। অ্যানিমাল পয়লা ডিসেম্বর থেকে সিনেমাগুলিতে আগুন লাগাতে আসছে।’ মা নীতু লিখলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে’।

করিনা এই ছবির ট্রেলার শেয়ার করে লিখলেন, ‘একজনই রণবীর কাপুর হয়। এবং আমার সবচেয়ে প্রিয় অনিল কাপুর এবং পুরো কাস্ট এবং টিমকে অভিনন্দন। দুর্দান্ত ট্রেলার।’

১ ডিসেম্বর মুক্তি পাচ্ছে অ্যানিম্যাল। পরিচালনা করেছেন কবীর সিং-এর পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা।

(Feed Source: hindustantimes.com)