লিভার প্রতিস্থাপন হওয়া প্রথম শিশু! ২৫ বছর পর সে নিজেই চিকিৎসক

লিভার প্রতিস্থাপন হওয়া প্রথম শিশু! ২৫ বছর পর সে নিজেই চিকিৎসক

২০ মাস বয়স তখন। লিভার খারাপ। প্রতিস্থাপন ছাড়া উপায় নেই। এমনটাই জানাচ্ছেন চিকিৎসকরা। শেষমেশ বাবা-মা দুজনেই রাজি হলেন চিকিৎসকদের সিদ্ধান্তে। ১৯৯৮ সালে দিল্লির ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতালের ঘটনা । সেই প্রথম শিশুর লিভার প্রতিস্থাপন হল দেশে। সঞ্জয় কান্দাস্বামী নামের ওই শিশু আজ নিজেই একজন চিকিৎসক। ২৫ বছর পর নিজের গ্রামে সে এখন চিকিৎসায় রত। সাধারণ মানুষকে অঙ্গ প্রতিস্থাপনের ব্যাপারে উৎসাহ দেয় যুবক চিকিৎসক।

সম্প্রতি অ্যাপোলো হাসপাতালে রেসিডেন্সি শেষ করে সঞ্জয় ফিরেছেন তাঁর কাঞ্চিপুরমের গ্রামে। কিছুদিনের মধ্যেই বিয়ে। বিয়েতে আমন্ত্রিত রয়েছেন তার সেই চিকিৎসক। যিনি লিভার প্রতিস্থাপনের সার্জারির দলের প্রধান ছিলেন। চিকিৎসক অনুপম সিব্বল।

সঞ্জয়ের কথায়, তখন এতটাই ছোট যে অস্ত্রোপচারের কোনও স্মৃতি নেই। তবে পরে মায়ের কাছ থেকে সবটাই শুনেছেন তিনি। পরে নিজের পেটের কাছে অস্ত্রোপচারের দাগ দেখে কৌতুহল হয়। তাঁর বাবা ও চিকিৎসকরা কী করেছেন তা জানতে পেরে নিজেও চিকিৎসক হওয়ার সিদ্ধান্ত নেন‌। এর পরই কেরিয়ারে মোড় আসে। চিকিৎসক হওয়ার জন্য শুরু হয় পড়াশোনা। প্রসঙ্গত, অনুপম সিব্বল তাঁর কাছে ‘ডাক্তার আঙ্কল’ এখনও। আর কিছুদিন পরেই সঞ্জয়ের বিয়েতে তিনি আসবেন বলেও জানান সঞ্জয়।

ঠিক কী হয়েছিল সঞ্জয়ের? চিকিৎসা বিজ্ঞানে এই রোগকে বলা হয় কনজেনিটাল রোগ। পিত্তথলি থেকে পিত্তরস লিভারে যাওয়ার একটি নালি রয়েছে। সেই নালির গড়নেই ছিল সমস্যা‌। লিভারের ভিতর ও বাইরে দুদিকেই ওই সমস্যা ছিল। ফলে লিভার প্রতিস্থাপন ছাড়া উপায় ছিল না আর। চিকিৎসক অনুপম সিব্বল সংবাদমাধ্যমকে বলেন, প্রথম অস্ত্রোপচার বলে একটু নার্ভাস ছিলেন তিনি। কিন্তু সঞ্জয়ের বাবা-মা সাহসী সিদ্ধান্ত নেন। অস্ত্রোপচার সফল হওয়ায় ইতিহাস গড়ে ছিল ওই দিনটা। প্রসঙ্গত, গত ২৫ বছরে আরও অনেক লিভার প্রতিস্থাপন করেছে ওই হাসপাতাল। সম্প্রতি ৫০০তম লিভার প্রতিস্থাপনের নজির গড়ল ইন্দ্রপ্রস্থের অ্যাপোলো হাসপাতাল। চিকিৎসকের কথায়, লিভার প্রতিস্থাপনের সম্পূর্ণ সুস্থ জীবন ফিরে পাওয়া সম্ভব।

(Feed Source: hindustantimes.com)