ফরেস্ট ভলান্টিয়ারের ১০০০ পদে নিয়োগ শুরু পশ্চিমবঙ্গ রাজ্যের, কারা আবেদন করতে পারবেন

ফরেস্ট ভলান্টিয়ারের ১০০০ পদে নিয়োগ শুরু পশ্চিমবঙ্গ রাজ্যের, কারা আবেদন করতে পারবেন

আগেই আলোচনা হয়েছিল রাজ্যের মন্ত্রিসভায় । খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবুজ সংকেত দিয়েছিলেন এই ব্যাপারে । এবার রাজ্যের বন দফতর নির্দেশিকা জারি করল । মানুষের সঙ্গে বন্যপ্রাণের সংঘাত ঠেকাতে দ্রুত রাজ্যে ‘ফরেস্ট ভলান্টিয়ার’ নিয়োগ করা হবে। এমনটাই সিদ্ধান্ত নিয়েছে সংশ্লিষ্ট দফতর। নির্দেশিকাতে স্পষ্ট করে বলা হয়েছে কত বেতন ও কাদের এই পদে নিয়োগ করা হবে। পদের নামের সঙ্গে রাজ্যের সিভিক ভলান্টিয়ারদের সামঞ্জস্য রয়েছে। সেভাবেই পদের নামকরণ হয়েছে।

কত জনের নিয়োগ হবে, কত বেতন হবে?

  • নির্দেশিকা অনুযায়ী, আপাতত ১০০০ পদে ফরেস্ট ভলান্টিয়ার নিয়োগ করা হবে।
  • এই নিয়োগ হবে চুক্তিভিত্তিক। 
  • মূলত বন্যপ্রাণীর হানায় মৃতের পরিবারের একজনকে এই চাকরি দেওয়া হবে।
  • ফরেস্ট ভলান্টিয়ারদের মাসে ১২ হাজার টাকা বেতন দেওয়া হবে।

কী কারণে এই নিয়োগ?

রাজ্যে হাতি বা বন্যপ্রাণীর হানায় মৃত ব্যক্তির পরিবারকে নিয়ম অনুযায়ী আর্থিক সাহায্য প্রদান করা হয়। পাশাপাশি পরিবারের একজনকে চাকরি দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই দাবি, তাঁদের বন দফতরের কোনও কাজের দায়িত্ব দেওয়া হোক। সম্প্রতি এই নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ ব্যাপারে সবুজ সংকেত দেন। তবে এই পদে নাম ঠিক হয়েছে আরও পরে।

‘বন সেবক’ আর ফরেস্ট ভলান্টিয়ার কি একই পদের নাম?

সম্প্রতি রাজ্যে ১০০০ ‘বন সেবক’ নিয়োগ হবে বলে জানা গিয়েছিল। বন দফতরের এক কর্তা সংবাদমাধ্যমকে বলেন, পদটির নামকরণ আগে কিছু হয়নি। ‘বন সেবক’ নামটি বিভিন্ন ভাবে  মুখে মুখে ছড়িয়ে পড়েছে। এই প্রথম এই সংক্রান্ত বিজ্ঞপ্তি বার হল।

সংবাদমাধ্যমকে এই বিষয়ে কী জানিয়েছেন রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী?

রাজ্যের বন দফতরের প্রতিমন্ত্রী বীরবাহা হাঁসদা এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, নিয়োগের বিষয় নিয়ে মন্ত্রিসভায় আলোচনা হয়েছিল। তিনি মন্ত্রিসভায় আসার পর গোড়া থেকেই এ বিষয়ে প্রস্তাব দিয়েছিলেন। এই মানুষগুলির থেকে কেউ জঙ্গল ভালো চেনে না। ফলে এ ধরনের কাজে তাঁরা অনেকটাই সাহায্য করতে পারবেন।

হাতি-মানুষ সংঘাতের মধ্যে পড়ে উত্তরবঙ্গে বহু মানুষের মৃত্যু হয়। এই সমস্যার স্থায়ী সমাধানএখনও পাওয়া যায়নি। তবে সরকারের এই সিদ্ধান্ত অনেকই ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন। এতে বহু মানুষের সুবিধা হবে। একবাক্যে তা স্বীকার করে নিচ্ছেন জঙ্গল লাগোয়া এলাকার বাসিন্দারা। তবে যে কেউ এখনও এই পদে আবেদন করতে পারবেন না। তেমন কোনও নির্দেশ বিজ্ঞপ্তিতে নেই।

(Feed Source: hindustantimes.com)