৭ দিন দিল কেন্দ্র, ডিপফেক নিয়ে নীতি বদলাতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে

৭ দিন দিল কেন্দ্র, ডিপফেক নিয়ে নীতি বদলাতে হবে সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে

সাম্প্রতিককালে ডিপফেক ইস্যু নিয়ে ঝড় উঠেছে দেশে। একের পর এক অভিনেত্রীর এর শিকার হয়েছেন। এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়েও ডিপফেক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে বলে অভিযোগ ওঠে। এই আবহে সম্প্রতি ডিপফেক ইস্যুতে কড়া অবস্থান গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর এই নিয়ে জানান, ডিপফেকের ইস্যু মোকাবিলা করতে ভারতের আইন মোতাবেক নীতি পরিবর্তনে সম্মত হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি। মন্ত্রী বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে সরকার বলেছে যে অক্টোবর থেকেই আমরা এই ইস্যু নিয়ে তাদের সতর্ক করছিলাম।’ সাতদিনের মধ্যে এই বদল আসবে বলে জানান রাজীব চন্দ্রশেখর। মন্ত্রী আরও জানান, ভারতের আইটি আইন ২৩ বছর পুরনো। তাই তাতেও বদল আসবে। এদিকে সরকার একটি এমন প্ল্যাটফর্ম করবেন যেখানে ডিপফেকের মতো সমস্যাগুলির বিষয়ে আম নাগরিকরা জানাতে পারবেন।

এর আগে ডিপফেক ইস্যু নিয়ে কড়া বার্তা দিয়েছিলেন কেন্দ্রীয় যোগাযোগ, ইলেকট্রনিক্স এবং আইটি মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উল্লেখ্য, সাম্প্রতিককালে দেখা গিয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ভুয়ো ছবি, ভিডিয়ো এবং অডিয়ো এমন ভাবে তৈরি করা হচ্ছে যা প্রায় বিশ্বাসযোগ্য। আর তা নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিত্বদের নিয়ে তৈরি হচ্ছে এই ধরনের ভিডিয়ো। এই আবহে সম্প্রতি মুখ খোলেন অশ্বিনী বৈষ্ণব। এই ইস্যুতে অশ্বিনী বৈষ্ণব কড়া বার্তা দেন সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে। তিনি জানান, কেন্দ্রীয় সরকার বিষয়টি নিয়ে সমস্ত সোশাল মিডিয়া প্ল্যাটফর্মের আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসবে। সেই মতো সম্প্রতি কেন্দ্রীয় সরকার বৈঠকে বসে বলে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। এর আগে অশ্বিনী বৈষ্ণব জানিয়েছিলেন, যদি ডিপফেক নিয়ে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি কঠোর পদক্ষেপ না করে, তাহলে ইমিউনিটি দেওয়া হবে না তাদেরকে।

অশ্বিনী বৈষ্ণবের কথায়, ‘ডিপফেক আমাদের সকলের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আমরা সম্প্রতি সমস্ত বড় সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এই নিয়ে নোটিশ পাঠিয়েছি। ডিপফেক ভিডিয়ো বা ছবিগুলিকে চিহ্নিত করার জন্য পদক্ষেপ করতেও বলা হয়েছে তাদের। সোশাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি জানিয়েছে তারা এই নিয়ে ব্যবস্থা গ্রহণ করছে। আমরা তাদের এই কাজে আরও বেশি কঠোর হতে বলেছি।’ তিনি আরও বলেছিলেন, ‘বেশিরভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যে সেফ হারবার ক্লজ উপভোগ করেন। তবে তারা যদি ডিপফেক ভিডিয়ো নিয়ে কড়া পদক্ষেপ না করে, তাহলে তা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে না।’ অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলি পদক্ষেপ করছে ঠিকই, কিন্তু আমরা মনে করি আরও দ্রুত কঠোর পদক্ষেপ করতে হবে। আমরা এই নিয়ে খুব শীঘ্রই সমস্ত প্ল্যাটফর্মের সঙ্গে একটি বৈঠক করতে চলেছি। তাদের নিশ্চিত করতে হবে, যাতে প্ল্যাটফর্মগুলি ডিপফেক ঠেকানোর জন্য তাদের সিস্টেম ঠিক করার চেষ্টা করে।’

(Feed Source: hindustantimes.com)