ফুচকাতেই লুকিয়ে বিপদ! বমি-পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি নদিয়ার অন্তত ৬০ জন

ফুচকাতেই লুকিয়ে বিপদ! বমি-পেট ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি নদিয়ার অন্তত ৬০ জন

ফুচকাতেই লুকিয়ে সমস্ত বিপদ! স্ট্রিট ফুড বলতে ভারতবাসীরা যা বোঝেন সেগুলোর মধ্যে প্রথম সারিতেই থাকে ফুচকা। আর সেই লোভনীয় খাবার খেয়েই গুরুতর অসুস্থ হয়ে পড়লেন ৬০ জন।

শুক্রবার সন্ধ্যায় পাড়ার এক ফুচকাওয়ালার থেকে ফুচকা খেয়েছিলেন অনেকেই। তারপরই তাঁদের একে একে শুরু হয় পেটে অস্বাভাবিক যন্ত্রণা এবং বমি। আর এই এক উপসর্গ দেখা যায় নদিয়ার একাধিক বাসিন্দাদের মধ্যে। উল্লিখিত উপসর্গ নিয়ে একাধিক ব্যক্তি এসে ভর্তি হন হাসপাতালে। দেখতে দেখতে দুটো গ্রাম মিলিয়ে প্রায় ৬০ জন ভর্তি হন হাসপাতালে। এঁদের মধ্যে তিনজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।

ফুচকা খেয়ে অসুস্থ হতেই স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। ভয়ে কাঁটা হয়ে আছেন নদিয়ার এই দুই গ্রাম অর্থাৎ নাকাশিপাড়া বেথুয়াডহরির মড়কখোলা এবং মাঠপড়ার বাসিন্দারা। যাঁদের অবস্থা আশঙ্কাজনক তাঁদের কৃষ্ণনগরের জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা ভর্তি আছেন বেথুয়াডহরির গ্রামীণ হাসপাতালে।

যে ব্যক্তির কাছে ফুচকা খেয়ে এই ঘটনা ঘটেছে তার বিরুদ্ধে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হবেন বাসিন্দারা, এমনটাই জানানো হয়েছে। তাঁরা তদন্তের দাবিও করেছেন। তবে এই ঘটনার পর থেকে সেই ফুচকাওয়ালা পলাতক। তাঁর খোঁজ করা হলেও, খুঁজে পাওয়া যায়নি। তবে তিনি রোজই ওই এলাকায় ফুচকা নিয়ে বসতেন। কিন্তু শুক্রবার রাতে তাঁর কাছে যাঁরা ফুচকা খেয়েছেন তাঁরা সকলেই অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

(Feed Source: hindustantimes.com)