মহাত্মা ‘মহাপুরুষ’ মোদি ‘যুগপুরুষ’! গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা উপরাষ্ট্রপতি ধনকড়ের

মহাত্মা ‘মহাপুরুষ’ মোদি ‘যুগপুরুষ’! গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা উপরাষ্ট্রপতি ধনকড়ের
নয়া দিল্লি: এবার উপরাষ্ট্রপতির (Vice President) মুখে প্রধানমন্ত্রীর (Prime Minister) স্তুতি। সোমবার একটি অনুষ্ঠানে মহাত্মা গান্ধীকে (Mahatma Gandhi) ‘মহাপুরুষ’ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) ‘যুগপুরুষ’ উল্লেখ করেছেন।

উপরাষ্ট্রপতি বললেন, “মহাত্মা গান্ধী যেভাবে সত্য এবং অহিংসার মাধ্যমে ব্রিটিশ দাসত্বের হাত থেকে আমাদের মুক্তি করেছিলেন, তেমনভাবেই নরেন্দ্র মোদি দেশের সফল প্রধানমন্ত্রী হিসেবে আমাদের দেশকে উন্নয়ন ও সাফল্যের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ঠিক এমন উন্নয়নই আমরা দেখতে চেয়েছিলাম।”

ওয়াকিবহাল মহলের অবশ্য মত, প্রধানমন্ত্রী মোদীর স্তুতির মাত্রা অনেকটা বাড়িয়ে দিলেন দেশের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। নরেন্দ্র মোদির তুলনা জাতির জনক মহাত্মা গান্ধীর সঙ্গে টেনে দেশের বর্তমান প্রধানমন্ত্রীকে ‘যুগপুরুষ’ অ্যাখা দিলেন উপরাষ্ট্রপতি ধনখড়।

এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেশের উন্নতিতে ভূমিকার প্রশংসা করতে গিয়ে তাঁকে সরাসরি যুগপুরুষ বলেই উল্লেখ করেন তিনি।

ধনকড় এও বলেন, ‘এই দুই মহান ব্যক্তিত্ব, জাতির জনক মহাত্মা গান্ধী এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে একটি বিষয়ে খুব মিল আছে তা হল শ্রীমৎ রাজচন্দ্রজির প্রতি শ্রদ্ধা।’

(Feed Source: abplive.com)