বছর নষ্ট করা যাবে না কোনও পড়ুয়ার! ভর্তি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

বছর নষ্ট করা যাবে না কোনও পড়ুয়ার! ভর্তি নিয়ে নির্দেশিকা জারি শিক্ষা দফতরের

কোন বয়সে কোন ক্লাসে ভর্তি হবে পড়ুয়া? এই নিয়ে এবার গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল রাজ্য। প্রত্যেক বছরই জানুয়ারি মাসে বা প্রথম শ্রেণিতে ভর্তির আগে এই নিয়ে বিস্তারিত নির্দেশিকা জারি করে রাজ্য। এবারেও সেই প্রথা মেনে কোন বয়সে পড়ুয়া কোন ক্লাসে ভর্তি হতে পারবে, তা জানানো হল। সেই সংক্রান্ত গাইডলাইন আকারে নির্দেশিকা জারি করল রাজ্য।

এই দিন রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় বলা হয়েছে, ন্যূনতম ৬ বছর হলে ক্লাস ওয়ানে ভর্তি হওয়া যাবে। তবে বয়সে উর্দ্ধসীমা সাত বছরের কম হতে হবে। ন্যূনতম ৭ বছর কিন্তু ৮ বছরের কম বয়স হলে ভর্তি হতে হবে ক্লাস টু-তে। ন্যূনতম আট বছর কিন্তু নয় বছরের কম বয়স হওয়া যাবে। আবার ন্যূনতম ৯ বছর কিন্তু ১০ বছরের কম বয়সে চতুর্থ শ্রেণিতে ভর্তি হওয়া যাবে।

অন্যদিকে, ন্যূনতম ১০ বছর কিন্তু ১১ বছরের কম বয়স জরুরি পঞ্চম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য ন্যূনতম ১১ বছর কিন্তু ১২ বছরের কম বয়স হতে হবে । সপ্তম শ্রেণিতে ভর্তি হতে ন্যূনতম ১২ বছর কিন্তু ১৩ বছরের কম বয়স হতে হবে । আর অষ্টম শ্রেণিতে ভর্তি হতে গেলে ন্যূনতম তেরো বছর কিন্তু ১৪ বছরের কম বয়স হতে হবে।

রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকায় লটারি সংক্রান্ত নির্দেশও দেওয়া হয়েছে। বলা হয়েছে, লটারি মারফত কোনও পড়ুয়া ভর্তি হওয়ার সুযোগ না পেলে জেলার বিদ্যালয় পরিদর্শন আধিকারিকদের কাছে আবেদন করা যাবে। ২০২৪ সালের ৩১ জানুয়ারির মধ্যে বিভিন্ন জেলার বিদ্যালয় পরিদর্শন আধিকারিকরা পড়ুয়াদের ভর্তি সুনিশ্চিত করবে।

পড়ুয়াদের বছর নষ্ট যাতে না হয়, সেদিকেও নজর দিয়েছে রাজ্য। রাজ্য স্কুল শিক্ষা দফতরের নির্দেশিকা বলা হয়েছে, কোনও ভাবেই যাতে ড্রপ আউট না হয় সেই বিষয় নিশ্চিত করতে হবে। নিশ্চিত করবে জেলার স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা। অন্যদিকে, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের জন্য থাকছে বিশেষ সুবিধা। সরকারি ও সরকার পোষিত স্কুলে ১০ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। এমনটাই নির্দেশিকায় জানানো হয়েছে।

(Feed Source: hindustantimes.com)