কিসি কা ভাই কিসি কী জানের ভরাডুবির পরও ছবির পাশে সলমন, সাফাই গেয়ে কী বললেন?

কিসি কা ভাই কিসি কী জানের ভরাডুবির পরও ছবির পাশে সলমন, সাফাই গেয়ে কী বললেন?

সলমন খান অভিনীত টাইগার ৩ কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে। বক্স অফিসে মোটের উপর ভালোই ব্যবসা করেছে এই ছবি। কিন্তু এর আগে মুক্তি পাওয়া সলমন অভিনীত অন্তিম এবং কিসি কা ভাই কিসি কী জান বক্স অফিসে মোটেই ভালো চলেনি। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন খোদ ভাইজান। জানালেন তিনি এই ছবিগুলোর টিকিটের দাম অনেক কম রেখেছিলেন।

কিসি কা ভাই কিসি কী জান এবং অন্তিমের ভরাডুবি নিয়ে কী বললেন সলমন?

নিজের ছবির ভরাডুবির হয়ে এদিন সাফাই দিতে দেখা যায় সলমনকে। তাঁর মতে অন্তিম বক্স অফিসে একদমই চলেনি কারণ ছবিটা এমন সময় মুক্তি পেয়েছিল যখন কেউ হলে যাওয়ার জন্য প্রস্তুত ছিলেন না। তখন চারদিকে মহামারীর আতঙ্ক ছিল।

তিনি কিসি কা ভাই কিসি কী জান এবং অন্তিমের ভরাডুবি হিসেবে আরও একটি কারণ দেখান। জানান তিনি এই ছবি দুটোর দাম খুব কম রেখেছিলেন। খুব একটা টিকিটের দাম বাড়াননি বলেও জানান তিনি।

সলমন খান সংবাদ মাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেন, ‘ছবিগুলো যখন মুক্তি পেয়েছিল তখন আমরা সেই ছবিগুলোর টিকিটের দাম খুব একটা বাড়িয়ে রাখিনি। সাধারণ মানুষ যাতে দেখতে পারে তেমনই দাম রেখেছিলাম। আর এই দুটো বিষয়ে অনেকটাই পার্থক্য হয়। ওই ছবিগুলো সাধারণ টিকিটের দামেই রাখা হয়েছিল। আমরা ভালোর জন্যই সেটা করেছিলাম। হ্যাঁ আমাদের ব্যবসা কম হয়েছিল কিন্তু একই সঙ্গে দর্শকদের টাকাও তো বেঁচেছিল।’

ভাইজান এদিন কথা প্রসঙ্গে জানান অন্তিম এবং কিসি কা ভাই কিসি কী জান ছবি দুটোর টিকিটের দাম ২৫০ টাকার মধ্যে রাখা হয়েছিল, অন্যদিকে টাইগার ৩ ছবির টিকিটের দাম কেউ কেউ ১০০০ থেকে ১৭০০ টাকা পর্যন্ত দিয়েছেন বলে জানান সলমন খান। ছবি নাকি ভালো ব্যবসা করেনি এই প্রসঙ্গ ওঠায় বেজায় চটে যান তিনি। বলেন, ‘আমার আগামী ছবির টিকিটের দাম বেশি রাখব। কারণ আজকাল কেই ভালোর দাম দেয় না। পরের বার দেখবেন আমাদের ছবি আরও কত ভালো ব্যবসা করে।’

টাইগার ৩ প্রসঙ্গে

টাইগার ৩ ছবিটি ১২ নভেম্বর মুক্তি পেয়েছে। মণীশ শর্মা পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন সলমন খান, ক্যাটরিনা কাইফ, ইমরান হাশমি। ভারতীয় বক্স অফিসে ইতিমধ্যেই এই ছবি ২৭৫ কোটির বেশি আয় করে ফেলেছে।

(Feed Source: hindustantimes.com)