BCCI: দ্রাবিড়ই না নতুন কেউ? সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড, এক ক্লিকেই হাইভোল্টেজ ব্রেকিং

BCCI: দ্রাবিড়ই না নতুন কেউ? সিদ্ধান্ত জানিয়ে দিল বোর্ড, এক ক্লিকেই হাইভোল্টেজ ব্রেকিং

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: তীরে এসেই ডুবেছিল তরী! বিশ্বকাপ ফাইনালে (ICC CWC 2023 Final) উঠেও ট্রফি ছুঁয়ে দেখতে পারেনি টিম ইন্ডিয়া (Team India)। ঠিক চারদিন আগের ঘটনা। গত ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অধরাই থেকে যায় ‘বদলাপুর’। ফাইনালে ভারত হেরে যায় ছয় উইকেটে। বিশ্বসেরা হয় সেই অস্ট্রেলিয়া। প্রায় এক লক্ষ দর্শকের প্রবল শব্দব্রহ্ম মিলিয়ে গিয়েছিল হারের হাহাকারে! আর ঠিক ওইদিনই রোহিত শর্মাদের (Rohit Sharma) কোচ হিসেবে চুক্তি শেষ হয়ে যায় রাহুল দ্রাবিড় ও তাঁর সাপোর্ট স্টাফদের। ‘দ্য় ওয়াল’ যদি ভারতকে বিশ্বকাপ জেতাতে পারতেন, তাহলে তিনিই রোহিতদের মাথায় থাকতেন, এই নিয়ে কোনও সন্দেহই ছিল না। কিন্তু ফাইনাল হারের পরেই ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) রাহুলের বিকল্প ভেবে ফেলল। বিসিসিআই আর রাহুলের সঙ্গে নতুন করে চুক্তি করতে ইচ্ছুক নন। রাহুলও চাইছেন দায়িত্ব ছেড়ে দিতে। রাহুলের জুতোয় পা গলাবেন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি ওরফে এনসিএ (NCA) প্রধান (National Cricket Academy) ভিভিএস লক্ষ্মণ (VVS Laxman)। এমনটাই আপডেট।

ঠিক কী ভাবছে বিসিসিআই? সংবাদসংস্থা পিটিআই বিসিসিআই-এর এক আধিকারিককে উদ্ধৃত করে রিপোর্ট দিয়েছে। সেখানে বলা হয়েছে, ‘রাহুলের সঙ্গে বিসিসিআই-এর কথা হয়েছে। রাহুল সিদ্ধান্তের প্রতি আমরা শ্রদ্ধাশীল। সাত-আট মাস পরেই টি২০ বিশ্বকাপ। নতুন কোচ এসে টিম গঠন করে একটা প্রক্রিয়ার মধ্যে ঢুকে যাওয়ার সময় পাবেন। দ্রাবিড় সে ব্যাপারে অবগত। কুড়ি ওভারের বিশ্বকাপে দ্রাবিড়-রোহিতের কম্বিনেশন নিয়েও ভাবতে হবে। আমরা দ্রুত সিদ্ধান্ত নেব। আগামীর রাস্তা পরিষ্কার।’ ভিভিএসের প্রসঙ্গে বিসিসিআই-এর ওই আধিকারিকের সংযোজন, ‘নতুন হেড কোচের বিকল্পও ভেবে রেখেছি আমরা। লক্ষ্মণ এই দলটির সঙ্গে পরিচিত। প্লেয়ার এবং মেথডও ওর জানা। অতীতে জাতীয় দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে।’

বিশ্বকাপ ফাইনালের পর রাহুলকে সাংবাদিকরা তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে প্রশ্ন করেছিলেন। রাহুল বলেছিলেন, ‘আমি এখনও কিছু ভাবিনি। সবে আমরা একটা বিশ্বকাপ ফাইনাল খেলে এলাম। এই মুহূর্তে আমার কাছে এইসব নিয়ে ভাবার সময় নেই। বিশ্বকাপ ফাইনাল নিয়েই সম্পূর্ণ মনোনিবেশ করছিলাম। বিশ্বকাপ ছাড়া আমার মাথায় অন্য কিছুই ছিল না।  ভবিষ্যতে কি হবে তা নিয়ে এখনও পর্যন্ত কিছু চিন্তা করিনি’। ২০২১ সালের নভেম্বরে দ্রাবিড় দু’বছরের চুক্তিতে ভারতের কোচ হয়েছেন। তিনিও রবি শাস্ত্রীর মতোই ভারতকে কোনও আইসিসি ট্রফি জেতাতে পারেননি। দ্রাবিড়ের কোচিংয়ে ভারত বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ও বিশ্বকাপ ফাইনাল খেলেছে। রোহিত অ্যান্ড কোং দু’বারই অস্ট্রেলিয়ার কাছে খেতাবি লড়াইয়ে হেরেছ। গতবছর টি২০ বিশ্বকাপের সেমিফাইনালও খেলেছিল ভারত। জানা যাচ্ছে দ্রাবিড় নাকি বিসিসিআই-কে বলেছে তাঁকে ফের এনসিএ প্রধানের দায়িত্বই ফিরিয়ে দেওয়া হোক। কারণ তিনি বেঙ্গালুরুতেই থাকেন। ফলে সেই কাজ করা তাঁরপক্ষে সুবিধাজনক। তবে ভারতীয় ক্রিকেটের প্রয়োজনে তিনি স্ট্যান্ড-ইন কোচ হতে রাজি আছেন।

(Feed Source: zeenews.com)