পাকিস্তানি বরকে রেখে ভারতে ফিরেছেন অঞ্জু, নাম শুনেই চটে লাল প্রাক্তন স্বামী

পাকিস্তানি বরকে রেখে ভারতে ফিরেছেন অঞ্জু, নাম শুনেই চটে লাল প্রাক্তন স্বামী

ফেসবুক ফ্রেন্ডের টানে সোজা পাকিস্তানে চলে গিয়েছিলেন রাজস্থানের অঞ্জু। স্বামী, সন্তানকে ছেড়ে তিনি চলে যান পাকিস্তানে। গত কয়েকমাস তিনি সেখানেই ছিলেন। সেখানে সেই ফেসবুক ফ্রেন্ড নাসরুল্লাহকে বিয়েও করেছেন অঞ্জু। তবে আবার ওয়াঘা বর্ডার দিয়ে ভারতে ফিরে এসেছেন তিনি। দীর্ঘ ৫ মাস পাকিস্তানে কাটিয়ে ফিরে এলেন অঞ্জু। এদিকে গোটা ঘটনায় অঞ্জুর প্রথম স্বামী অরবিন্দ একেবারে চটে লাল। তাঁকে এনিয়ে প্রশ্ন করতেই অরবিন্দ বলেন, আমি কি অঞ্জুর সঙ্গে যোগাযোগ রাখছি!

এদিকে পাকিস্তানে গিয়ে নাসরুল্লাহকে বিয়ে করেছিলেন অঞ্জু। কিন্তু সেই বিয়ে কি আদৌ টেকেনি? সেখানকার স্বামীকে পাকিস্তানে রেখে আবার ফিরে এলেন অঞ্জু। হলটা কী?

সংবাদমাধ্যমে আজ তকের তরফ থেকে অরবিন্দকে প্রশ্ন করা হয়েছিল। এরপরই তিনি বলেন, সে আসছে কি আসছে না এনিয়ে আমি কোনও কথা বলিনি। আমি কী করে জানব? তাকে নিয়ে আমার কোনও ব্য়াপার নেই। আমি কি তার সঙ্গে যোগাযোগ করেছিলাম?

এদিকে সূত্রের খবর, অঞ্জুর পাকিস্তানি বর নাসরুল্লাহকে ওয়াঘা সীমান্ত পর্যন্ত নাকি তাকে ছাড়তে এসেছিল। সেখানে বলা হয়েছিল বাচ্চাদের সঙ্গে দেখা করার জন্য় অঞ্জু ভারতে যাচ্ছে। তবে সূত্রের খবর, বিএসএফ তাকে একদফা জিজ্ঞাসাবাদ করেছে। তাকে দিল্লিতে একাধিক এজেন্সি জেরা করতে পারে। কেন সে পাকিস্তান থেকে আবার ভারতে ফিরে এল, এতদিন তিনি পাকিস্তানে কী করলেন এসব কথা জিজ্ঞাসা করা হতে পারে তাঁকে।

এদিকে এর আগে দাবি করা হয়েছিল নাসরুল্লাহর বাড়িতে নাকি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছেন অঞ্জু। পরে দেখা যায় নাসরুল্লাহকে শাদি করেছেন অঞ্জু। এদিকে এনিয়ে সন্দেহ হচ্ছে দেশের একাধিক এজেন্সির। কারণ পাঁচ মাস পাকিস্তানে অঞ্জু কী করলেন সেটাই এখন প্রশ্ন। সেকারণে জেরায় সন্তুষ্ট হওয়ার পরেই তাকে বাড়ি যাওয়ার ছাড়পত্র দেওয়া হবে। তবে অঞ্জু জানিয়েছেন ভারতে এসে তিনি খুশি।

তবুও অঞ্জুকে নিয়ে সন্দেহ যেন কিছুতেই কাটছে না। তাকে চর হিসাবে পাকিস্তান ভারতে পাঠাল কি না সেটাও খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

(Feed Source: hindustantimes.com)