জানেন কলকাতা লিগের ডার্বিতে প্রথম ওয়াকওভার কে দিয়েছিল! কারা বেশিবার এমনটা করেছে

জানেন কলকাতা লিগের ডার্বিতে প্রথম ওয়াকওভার কে দিয়েছিল! কারা বেশিবার এমনটা করেছে

কলকাতা লিগে ৩০ নভেম্বর কলকাতা লিগে এমন একটা ঘটনা ঘটেছে যা কলকাতা ময়দানের পুরানো স্মৃতিকে উস্কে দিয়েছে। আসলে চলতি মরশুমে দেখা হল না কলকাতা ডার্বির। আসলে মোহনবাগান এই ম্যাচটি খেলতেই নামেনি। এই ম্যাচ খেলতে চায়নি মোহনবাগান। ডার্বির দিন পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল সবুজ মেরুন ব্রিগেড। কিন্তু সেই আবেদন মানতে চায়নি আইএফএ। ফলে নির্ধারিত দিনেই খেলার আয়োজন করা হয়, আর এই ম্যাচে দলই নামাল না মোহনবাগান। এই কারণে ইস্টবেঙ্গলকে ওয়াকওভার দিয়ে দেওয়া হল। তবে এমন ঘটনা কলকাতা ময়দানে প্রথম নয়। এখনও পর্যন্ত মোট আট বার কলকাতা ডার্বিতে দল নামায়নি দুই প্রধান। তার মধ্যে মোহনবাগান পাঁচ বার ও ইস্টবেঙ্গল তিন বার খেলতে নামেনি। তবে এর শুরুটা করেছিল ইস্টবেঙ্গল। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল পাঁচ বার ও মোহনবাগান তিন বার ওয়াকওভার পেয়েছে। চলুন দেখে নেওয়া যাক সেই ঘটনা গুলো কবে ঘটে ছিল।

দেখে নিন কলকাতা লিগের ওয়াকওভারের ইতিহাস

১) ১৯৩৯ কলকাতা লিগের ডার্বিতে প্রথমবার ‘ওয়াকওভার’ দেওয়া হয়েছিল। সেই ম্যাচে দল নামায়নি ইস্টবেঙ্গল। ফলে প্রথমবার ‘ওয়াকওভার’ পেয়ে ছিল মোহনবাগান।

২) এরপরের ঘটনাটি ঘটেছিল ১৯৫৪ সালে। সে বছর কলকাতা লিগে দ্বিতীয় বারের জন্য দল নামায়নি লাল-হলুদ। ফলে সেই ম্যাচেও ‘ওয়াকওভার’ পেয়েছিল মোহনবাগান।

৩) ১৯৬৮ সালে এই ঘটনাটি তৃতীয়বার ঘটেছিল। সে বছরও কলকাতা লিগের ডার্বিতে দল নামায়নি ইস্টবেঙ্গল। ফলে তৃতীয় বারের জন্য ‘ওয়াকওভার’ পেয়েছিল মোহনবাগান।

৪) ১৯৭২ আইএফএ শিল্ড ফাইনালে এমন ঘটনা দেখা গিয়েছিল। সেই ম্যাচে এগিয়ে ছিল মোহনবাগান। প্রবল বৃষ্টিতে মাঝপথে খেলা বন্ধ করতে হয়। পরে রিপ্লে ম্যাচ খেলতে চায়নি মোহনবাগান। দল নামায়নি সবুজ মেরুন ব্রিগেড। ফলে প্রথমবার ‘ওয়াকওভার’ পায় ইস্টবেঙ্গল এবং এর ফলে শিল্ড জেতে লাল হলুদ ব্রিগেড।

৫) ১৯৭২ আইএফএ শিল্ড ফাইনালের দু বছর পরে অর্থাৎ ১৯৭৪ সালের কলকাতা লিগের ডার্বিতে দল নামায়নি মোহনবাগান। সে বার ‘ওয়াকওভার’ পেয়ে যায় ইস্টবেঙ্গল।

৬) ১৯৮৫ কলকাতা লিগের প্রথম লেগে খেললেও ফিরতি লেগে দল নামায়নি মোহনবাগান। ফলে সে বারও ‘ওয়াকওভার’ পেয়েছিল ইস্টবেঙ্গল।

৭) ২০১৬ কলকাতা লিগে চতুর্থ বারের জন্য ডার্বিতে দল নামায়নি মোহনবাগান। ফলে ‘ওয়াকওভার’ পেয়েছিল ইস্টবেঙ্গল।

৮) এবার প্রায় সাত বছর পরে আবারও তেমনই কিছু ঘটল। ২০২৩ কলকাতা লিগে আইএফএ-র সঙ্গে মতপার্থক্য হয়। মোহনবাগান ম্যাচের দিন পালটাতে বলে তবে সারা দেয়নি আইএফএ। এর ফলে পঞ্চম বারের জন্য কলকাতা লিগের ডার্বিতে দল নামায়নি মোহনবাগান, ফলে ফের ‘ওয়াকওভার’ পায় ইস্টবেঙ্গল।

(Feed Source: hindustantimes.com)