জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: কলেজে বাবা-মায়ের সামনেই বকুনি দিয়েছিলেন অধ্যক্ষ! তারপর? গায়ে আগুন ধরিয়ে দিল পড়ুয়া। প্রাণ বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন তিনি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের হাভেরি শহরে।
স্থানীয় সূ্ত্রে খবর, বাবা-মা হাভেরি শহরে থাকেন। ছেলে থাকত ঠাকুমার সঙ্গে। কোথায়? কর্নাটকেরই হাঙ্গল শহরে। কিন্তু পড়াশোনায় খুবই অমনোযোগী হয়ে উঠেছিল ওই কলেজ পড়ুয়া। এমনকী, ক্লাসেও প্রায়ই অনুপস্থিত থাকত। পরীক্ষা ফল ও ক্লাসে কম উপস্থিতির কারণে বাবা-মাকে ডেকে পাঠান কলেজের অধ্যক্ষ। তাদের সামনেই ওই পড়ুয়াকে বকুনি দেন তিনি। এরপর ঠাকুমার বাড়িতে গায়ে আগুন দেয় ওই পড়য়া।
কেন? পুলিস সূত্রে খবর, কলেজের অধ্য়ক্ষের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ করেছে ওই পড়ুয়া। অধ্যক্ষের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিস। তদন্ত চলছে।
(Feed Source: zeenews.com)