
চলতি আইএসএল মরশুমে নিজেদের প্রথম ৬ ম্যাচে মোটে ১টি জয় তুলে নিতে সক্ষম হয়েছিল ইস্টবেঙ্গল। তারা ড্র করে ২টি ম্যাচ এবং পরাজিত হয় ৩টি ম্যাচে। সাকুল্যে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৯ নম্বরে থেকে লাল-হলুদ শিবিরের ঘরের মাঠে লড়াইয়ে নামে নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। নর্থ-ইস্ট তাদের প্রথম ৭ ম্যাচে ২টি জয় তুলে নেয়। তারা ড্র করে ৩টি ম্যাচ এবং পরাজিত হয় ২টি ম্যাচে। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে লড়াইয়ের আগে লিগ টেবিলে তাদের অবস্থান ছিল ৬ নম্বরে। শেষমেশ যুবভারতীর সম্মুখসমরে নর্থ-ইস্টকে টেক্কা দেয় ইস্টবেঙ্গল। তারা ৭ ম্যাচে ২টি জয়-সহ ৮ পয়েন্ট সংগ্রহ করে এবং লিগ টেবিলের সাত নম্বরে উঠে আসে। ৮ ম্যাচে ৯ পয়েন্টেই আটকে যায় নর্থ-ইস্ট। তবে লিগ টেবিলে তাদের অবস্থান বদল হয়নি।
East Bengal vs North East LIVE: লিগ টেবিলে লাফ ইস্টবেঙ্গলের
চলতি ইন্ডিয়ান সুপার লিগে এটি ইস্টবেঙ্গলের দ্বিতীয় জয়। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল উঠে আসে লিগ টেবিলের সাত নম্বরে। বড় ব্যবধানে ম্যাচ হারলেও নর্থ-ইস্ট থেকে যায় ছয়ে।
East Bengal vs North East LIVE: ৫ গোলে জয় ইস্টবেঙ্গলের
যুবভারতীতে নর্থ-ইস্ট ইউনাইটেডকে ৫-০ গোলে পরাজিত করে ইস্টবেঙ্গল। ম্যাচে ২টি করে গোল করেন ক্লেটন সিলভা ও নন্দকুমার। ১টি গোল করেন বোরহা হেরেরা। ম্যাচের সেরা ফুটবলারের পুরস্কার জেতেন নন্দ।
East Bengal vs North East LIVE: পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ নর্থ-ইস্ট
৯০+৩ মিনিটে পেনাল্টি পেয়ে যায় নর্থ-ইস্ট ইউনাইটেড। স্পট কিক থেকে গোল করতে ব্যর্থ হন নেস্টর। তাঁর শট ক্রসবারে প্রতিহত হয়ে মাঠে ফিরে আসে। ফলে ব্যবধান কমানোর সুবর্ণ সুযোগ হাতছাড়া হয় নর্থ-ইস্টের।
East Bengal vs North East LIVE: দ্বিতীয়ার্ধে ৬ মিনিট সময় সংযোজিত
ইনজুরি টাইম হিসেবে দ্বিতীয়ার্ধে ৬ মিনিট সময় সংযোজিত হয়। ৯০+২ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন ইস্টবেঙ্গলের রাকিপ ও নর্থ-ইস্টের রেডিম।
East Bengal vs North East LIVE: জোড়া খেলোয়াড় বদল ইস্টবেঙ্গলের
৮৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গল জোড়া খেলোয়াড় বদল করে। তারা তুলে নেয় ক্লেটন সিলভা ও মহেশকে। পরিবর্তে মাঠে নামেন সিভেরিও ও রহমান।
East Bengal vs North East LIVE: নন্দর দ্বিতীয় গোল, ৫-০ লিড ইস্টবেঙ্গলের
৮১ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন নন্দকুমার। ইস্টবেঙ্গল ৫-০ গোলে এগিয়ে যায়। নন্দকে গোলের পাস বাড়িয়ে দেন মহেশ।
East Bengal vs North East LIVE: হলুদ কার্ড দেখলেন নিকসন
পরিবর্ত হিসেবে মাঠে নেমেই হলুদ কার্ড দেখলেন নিকসন। ৭৭ মিনিটের মাঠায় বিপজ্জনক ফাউল করার শাস্তি পেলেন তিনি।
East Bengal vs North East LIVE: তিনটি বদল নর্থ-ইস্টের
৬৮ মিনিটে নর্থ-ইস্ট তুলে নেয় নিগম, আখতার ও মেলোকে। পরিবর্তে তারা মাঠে নামায় নিকসন, রেডিম ও ইয়াসেরকে। ৭০ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখেন নর্থ-ইস্টের দীনেশ সিং।
East Bengal vs North East LIVE: দ্বিতীয় গোল সিলভার, ৪-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল
৬৬ মিনিটের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় গোল করেন ক্লেটন সিলভা। পোস্টের ঠিক সামনে নন্দর ক্রস থেকে বল ধরে গোল করেন তিনি। ইস্টবেঙ্গল ৪-০ গোলে এগিয়ে যায়।
East Bengal vs North East LIVE: নন্দর গোলে ৩-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল
৬২ মিনিটের মাথায় নর্থ-ইস্টের জালে বল জড়ান সুপার সাব নন্দকুমার। ৩-০ গোলে এগিয়ে গেল ইস্টবেঙ্গল। মহেশের ক্রস থেকে বল ধরে ডান পায়ের আলতো ছোঁয়ায় গোল করেন নন্দ।
East Bengal vs North East LIVE: বোরহাকে তুলে নিল ইস্টবেঙ্গল
৬০ মিনিটের মাথায় বোরহাকে তুলে নেয় ইস্টবেঙ্গল। পরিবর্তে মাঠে নামেন পারদো। বোরহাকে দেখে স্পষ্ট বোঝা যায় যে, তিনি খেলা চালিয়ে যেতে আগ্রহী ছিলেন।
East Bengal vs North East LIVE: চোট পেলেন বোরহা
৫৩ মিনিটে মাথায় চোট পান বোরহা হেরেরা। ম্যাচ থমকে থাকে কিছুক্ষণ। তবে মাঠ ছেড়ে যেতে রাজি নননি বোরহা। তিনি খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন।
East Bengal vs North East LIVE: মহেশের শট মাঠের বাইরে
৫২ মিনিটের মাথায় বক্সের ভিতর থেকে মহেশের বাঁ-পায়ের জোরালো শটে বল চলে যায় মাঠের বাইরে। মহেশ এক্ষেত্রে বোরহার দিকে বল বাড়িয়ে দিলে ইস্টবেঙ্গলের গোল সংখ্যা বাড়তে পারত।
East Bengal vs North East LIVE: দ্বিতীয়ার্ধের খেলা শুরু
দ্বিতীয়ার্ধের খেলা শুরু। বিষ্ণুর পরিবর্ত হিসেবে মাঠে নামা নন্দ দ্বিতীয়ার্ধের শুরুতেই নর্থ-ইস্টের পোস্ট লক্ষ্য করে শট নেন। তবে বল সরাসরি চলে যায় নর্থ-ইস্ট গোলকিপারের দস্তানায়।
East Bengal vs North East LIVE: জোড়া গোলে এগিয়ে বিরতিতে ইস্টবেঙ্গল
প্রথমার্ধের খেলা শেষ। ২-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচের প্রথমার্ধে ১টি করে গোল করেন বোরহা হেরেরা ও ক্লেটন সিলভা। গিল অপ্রতিরোধ্য হয়ে না উঠলে লাল-হলুদ শিবিরকে অবশ্য প্রথমার্ধেই গোল হজম করতে হতো।
East Bengal vs North East LIVE: হলুদ কার্ড দেখলেন মহেশ-সিলভা
৪৪ মিনিটের মাথায় হলুদ কার্ড দেখলেন ইস্টবেঙ্গলের মহেশ। বিপজ্জনকভাবে ফাউল করার জন্য ৪৫ মিনিটে হলুদ কার্ড দেখেন সিলভা। প্রথমার্ধে ৫ মিনিট সময় যোগ হয় ইনজুরি টাইম হিসেবে। ৪৫+২ মিনিটে দুরন্ত একটি গোল সেভ করেন গিল।
East Bengal vs North East LIVE: সহজ সুযোগ হাতছাড়া নেস্টরের
৩৫ মিনিটের মাথায় গোলের সহজ সুযোগ হাতছাড়া করল নর্থ-ইস্ট। নেস্টর বলে পা ছোঁয়ালেই ইস্টবেঙ্গলকে গোল হজম করতে হতো। তবে ফাঁকা জালে বল জড়াতে ব্যর্থ হন নেস্টর।
East Bengal vs North East LIVE: কর্ণার কাজে লাগাতে ব্যর্থ ইস্টবেঙ্গল
৩৪ মিনিটের মাথায় ফ্রি-কিক থেকে গোল করতে ব্যর্থ হয় ইস্টবেঙ্গল। তবে তারা কর্নার আদায় করে নেয়। সেটিও কাজে লাগাতে পারেনি লাল-হলুদ শিবির।
East Bengal vs North East LIVE: মাঠে নামলেন রাকিপ
চোটের জন্য খাবরাকে তুলে নিল ইস্টবেঙ্গল। ২৬ মিনিটে তাঁর পরিবর্তে মাঠে নামেন রাকিপ। ২৭ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের বক্সে মরিয়া আক্রমণ চালায় নর্থ-ইস্ট। তবে গোলের মুখ খুলতে পারেনি তারা।
East Bengal vs North East LIVE: ক্লেটন সিলভার গোলে ২-০ লিড নিল ইস্টবেঙ্গল
২৪ মিনিটের মাথায় ক্লেটন সিলভার গোলে ২-০ লিড নিল ইস্টবেঙ্গল। বাঁ-দিক থেকে মান্দারের ভাসানো বল হেডে নর্থ-ইস্টের জালে জড়িয়ে দেন সিলভা। ম্যাচে ১০ মিনিটের ব্যবধানে একজোড়া গোল করল ইস্টবেঙ্গল।
East Bengal vs North East LIVE: ইস্টবেঙ্গলের আক্রমণ লক্ষ্যভ্রষ্ট
২০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের আক্রমণ লক্ষ্যভ্রষ্ট হয়। ক্লেটন সিলভার ক্রস থেকে বল ধরে বক্সের বাইরে থেকে নর্থ-ইস্টের পোস্ট লক্ষ্য করে শট নেন ক্রেসপো। তবে শট টার্গেটে ছিল না।
East Bengal vs North East LIVE: হেরেরার গোলে ১-০ এগিয়ে গেল ইস্টবেঙ্গল
১৪ মিনিটের মাথায় বোরহা হেরেরার গোলে ১-০ লিড নিল ইস্টবেঙ্গল। বিষ্ণুর বাড়িয়ে দেওয়া বল ধরে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে হেরেরা বল জড়িয়ে দেন নর্থ-ইস্টের জালে।
East Bengal vs North East LIVE: ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত
১০ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের আক্রমণ প্রতিহত হয় নর্থ-ইস্ট গোলরক্ষকের দস্তানায়। ১২ মিনিটের মাথায় গোলের সুযোগ নষ্ট করে লাল-হলুদ শিবির।
East Bengal vs North East LIVE: ফ্রি-কিক কাজে লাগাতে ব্যর্থ নর্থ-ইস্ট
৬ মিনিটের মাথায় ফের ফ্রি-কিক পায় নর্থ-ইস্ট। যদিও সুবিধাজনক জায়গায় ছিল না সেট পিস। তাই ইস্টবেঙ্গলের রক্ষণে আতঙ্ক ধরাতে পারেনি নর্থ-ইস্ট।
East Bengal vs North East LIVE: রেফারির বাঁশিতে ম্যাচ শুরু
রেফারির বাঁশিতে ম্যাচ শুরু। প্রথম ২ মিনিটে বল মাঝ মাঠেই ঘোরাফেরা করে। ৩ মিনিটের মাথায় ইস্টবেঙ্গলের বক্সের সামনে ফ্রি-কিক পায় নর্থ-ইস্ট। যদিও লাল-হলুদ শিবিরের কোনও বিপদ ঘটেনি।
East Bengal vs North East LIVE: পরিচিত লাল-হলুদ জার্সিতে লড়াইয়ে ইস্টবেঙ্গল
সোমবার হোমটিম ইস্টবেঙ্গল যথারীতি তাদের পরিচিত লাল-হলুদ জার্সিতে মাঠে নামে। নর্থ-ইস্ট ইউনাইটেড মাঠে নামে সাদা জার্সিতে।
East Bengal vs North East LIVE: সম্মুখসমরের আগে লিগ টেবিলে দু’দলের অবস্থান
যুবভারতী ক্রীড়াঙ্গনে সম্মুখসমরে নামার আগে ইস্টবেঙ্গল ৫ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে রয়েছে। ৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৬ নম্বরে রয়েছে নর্থ-ইস্ট ইউনাইটেড।
East Bengal vs North East LIVE: চাপে থাকবে ইস্টবেঙ্গল
ইস্টবেঙ্গল যেখানে টানা ৩টি হারের পরে তাদের শেষ ম্যাচ ড্র করতে সক্ষম হয়েছে, নর্থ-ইস্ট সেখানে তাদের শেষ ৫টি ম্যাচের মধ্যে অপরাজিত থাকে চারবার। সুতরাং, ঘরের মাঠে চাপে থাকবে ইস্টবেঙ্গল।
East Bengal vs North East LIVE: শেষ ৫টি মুখোমুখি লড়াইয়ের ফলাফল
নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে শেষ ৫টি ম্যাচের মধ্যে মোটে ১টি জয় পেয়েছে ইস্টবেঙ্গল। নর্থ-ইস্ট জিতেছে ২টি ম্যাচ। ২টি ম্যাচ ড্র হয়েছে।
East Bengal vs North East LIVE: ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
গিল (গোলকিপার), মান্দার, মাহের, লাল, খাবরা, বিষ্ণু, হেরেরা, ক্রেসপো, সৌভিক, নাওরেম ও ক্লেটন (ক্যাপ্টেন)। পরিবর্ত- কমলজিৎ, নিশু, গুরসিমরত, রাকিপ, মোবাশির, নন্দ, অজয়, পারদো ও সিভেরিও।
East Bengal vs North East LIVE: নর্থ-ইস্টের প্রথম একাদশ
মিরশাদ (গোলকিপার), দীনেশ, আশির, জাবাকো, টনডনবা, প্রজ্ঞান, গনি, জিতিন, ফিলিপ (ক্যাপ্টেন), ইবসন ও নেস্টর। পরিবর্ত- দীপেশ (গোলকিপার), ইয়াসের, সামতে, পার্থিব, রেডিম, ফাল্গুনী, থই, লুইস ও মনবীর।