বাংলার রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক, নির্দেশ মমতার

বাংলার রাজ্য সঙ্গীতকে জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হোক, নির্দেশ মমতার
কলকাতা: বাংলার (West Bengal) রাজ্য জাতীয় সঙ্গীত বাংলার মাটি, বাংলার জল। সোমবার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী (Mamata Banerjee)। এই গানকে জাতীয় সঙ্গীতের মতোই মর্যাদা দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। যদিও, এই সিদ্ধান্তকে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিরোধী বলে সুর চড়িয়েছে বিজেপি (BJP)।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আজ থেকে আমরা শুরু করলাম। রাজ্য সঙ্গীত। রাজ্য জাতীয় সঙ্গীত। বাংলার মাটি বাংলার জল। আজকে এখান থেকে শুরু হল।’ ফের নতুন বিতর্ক। প্রস্তাব পাস হয়েছিল আগেই। এবার রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বাংলার মাটি, বাংলার জলকে রাজ্য জাতীয় সঙ্গীত হিসেবে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। আর তা নিয়েই আপত্তি জানিয়েছে বিজেপি।

মুখ্যমন্ত্রী বলেন, ‘সবাইকে অনুরোধ করব। এই গানটি যখন করবেন, ঠিক জনগণমন অধিনায়কর মতো সবাই কিনতু উঠে দাঁড়াবেন, এবং সম্মান জানাবেন। আমরা আগামীকাল ফিল্ম ফেস্টিভ্যালেও তাই করব।’

পশ্চিমবঙ্গ দিবস ও রাজ্য সঙ্গীত নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত নিতে, ২৯ অগাস্ট নবান্ন সভাঘরে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ‘বাংলার মাটি বাংলার জল’ গানটিকে রাজ্য সঙ্গীত হিসেবে ঠিক করার ইচ্ছাপ্রকাশ করেন। যদিও, তা নিয়ে সেদিন ঐকমত্য়ে পৌঁছোনো যায়নি।

৭ সেপ্টেম্বর এনিয়ে বিধানসভায় এই সংক্রান্ত প্রস্তাব আনা হয়। সেদিনের মতো আলোচনা স্থগিত থাকলেও, পরে এই গানটিই নির্বাচিত হয়৷ সোমবার সেকথাই ঘোষণা করলেন মুখ্য়মন্ত্রী।  কিন্তু, মুখ্যমন্ত্রীর মুখে রাজ্য জাতীয় সঙ্গীত, এই কথা নিয়েই আপত্তি জানিয়েছে বিজেপি। সব মিলিয়ে ফের এক বিতর্কের সূত্রপাত।

(Feed Source: abplive.com)