আদৌ কি বসবে ২০২৬ কমনওয়েলথ গেমসের আসর! আয়োজক হিসেবে সরে দাঁড়ালো গোল্ড কোস্ট

আদৌ কি বসবে ২০২৬ কমনওয়েলথ গেমসের আসর! আয়োজক হিসেবে সরে দাঁড়ালো গোল্ড কোস্ট

শুভব্রত মুখার্জি:- অলিম্পিক গেমস এবং এশিয়ান গেমসের পরেই,ভারতীয় ক্রীড়াবিদদের কাছে যে প্রতিযোগিতা অত্যন্ত জনপ্রিয় তা হল কমনওয়েলথ গেমস। কিন্তু এবার এই কমনওয়েলথ গেমসকে ঘিরেই তৈরি হয়েছে আশঙ্কার মেঘ। প্রশ্ন উঠছে আদৌও কি এই গেমস আয়োজন করা সম্ভব হবে? কারণ আগামী ২০২৬ সালের আয়োজক হওয়ার দৌড় থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট। গেমস আয়োজনের অতিরিক্ত দায়ভার বহন করতে অক্ষমতা প্রকাশ করেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা। ফলে প্রশ্ন উঠেছে কমনওয়েলথ গেমসের ভবিষ্যত নিয়েই। এই গেমস আয়োজন এর দীর্ঘকালীন যৌক্তিকতা নিয়েও প্রশ্ন উঠেছে।

এই সিদ্ধান্তের পরে মেয়র টম টাটে এক বিবৃতিতে জানিয়েছেন, ‘সোজা ভাষায় বলতে গেলে আমাদের গেমসের যে ভিশন তা রাজ্য বা ফেডারেল সরকারের ভিশনের সঙ্গে মিলছে না।’ কমনওয়েলথ গেমসের ইতিহাসে অন‌্যতম সেরা পারফরম্যান্স করা দেশ অস্ট্রেলিয়া। প্রসঙ্গত ব্রিটিশরা যেসব দেশে তাদের সাম্রাজ্য বিস্তার করেছিল সেই সব দেশকে নিয়েই আয়োজন করা হয় এই গেমসের। ২০২৬ সালের কমনওয়েলথ গেমসের আয়োজন প্রাথমিকভাবে করার কথা ছিল ভিক্টোরিয়া প্রদেশের। অতিরিক্ত খরচের কারণ দেখিয়ে তারা সরে দাঁড়ানোর পরেই আয়োজক হিসেবে নাম উঠে আসে গোল্ড কোস্টের। তবে শেষ পর্যন্ত গোল্ড কোস্টও একটি কারণ দেখিয়েই আয়োজন করা থেকে দূরে সরে গেল।

গত জুলাই মাসেই ভিক্টোরিয়ার সরকার জানিয়েছিল তারা এই গেমস আয়োজনের অতিরিক্ত খরচ ওঠাতে অপারগ। কারণ আয়োজনের যে খরচ ধরা হয়েছিল তা তিন বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার থেকে দাঁড়িয়েছে ছয় বিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারে। তৎকালীন ভিক্টোরিয়া প্রদেশের প্রধান ড্যানিয়েল অ্যান্ড্রুজ জানিয়েছিলেন যে তারা ১২ দিনের এক প্রতিযোগিতার জন্য এত টাকা খরচ করতে একেবারেই রাজি নয়। ঘটনার এখানেই শেষ নয় ২০৩০ কমনওয়েলথ গেমসের আয়োজন করা থেকে আগেই সরে দাঁড়িয়েছে কানাডার আলবার্টা প্রদেশ। পরবর্তী কমনওয়েলথ গেমসের আগে হাতে রয়েছে আর তিন বছর। তার আগে এই গেমসের আয়োজক হওয়ার কোন দাবিদার এই মুহূর্তে নেই। ফলে এখন যা পরিস্থিতি তাতে করে ২০২৬ সালের কমনওয়েলথ গেমস সরে যেতে পারে অস্ট্রেলিয়া থেকে। পরিস্থিতি যা তাতে এই প্রতিযোগিতার আয়োজনের তারিখ ও পিছিয়ে যেতে পারে।

(Feed Source: hindustantimes.com)