Tanzania Flood: টানা প্রবল বৃষ্টি! বন্যা ও ভূমিধসে ৬৩ জনের মৃত্যু!

Tanzania Flood: টানা প্রবল বৃষ্টি! বন্যা ও ভূমিধসে ৬৩ জনের মৃত্যু!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বন্যা ঝড় বৃষ্টি প্লাবন ধস ভূমিকম্পে পৃথিবী যেন সারা বছরই ব্যস্ত ত্রস্ত বিপর্যস্ত। এবার তানজানিয়ায়। বন্যা ও ভূমিধসে বিধ্বস্ত আফ্রিকার তানজানিয়া। গত অক্টোবর থেকে সেখানে বর্ষা মরসুম। সেই বৃষ্টিই ক্রমে ভয়াল রূপ ধারণ করে। এই ডিসেম্বরে এসে তা ভয়াল রূপ ধারণ করে।

কয়েকদিন ধরেই চলা এই প্রাকৃতিক বিপর্যয়ে প্রথমদিকে অন্তত ৪৭ জনের মৃত্যুর খবর মিলেছিল। পরে তা বেড়ে ক্রমে ৫০ হয়। তবে সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী মৃত্যু পৌঁছেছে ৬৩-তে। মৃত্যু ছাড়াও আহত হয়েছেন বহু। এখনও পর্যন্ত যা তথ্য মিলেছে, সেই অনুযায়ী আহত হয়েছেন ৮৫ জনের মতো। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তানজানিয়ার প্রশাসনিক কর্তারা।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, তানজানিয়ার উত্তরাঞ্চলের হানাং পর্বতের ঢালের কাছে এই ভূমিধস নামে। টানা বৃষ্টিপাতের জেরেই এই ভূমিধসের ঘটনা ঘটে। গত রবিবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা ছিল ৪৭ জন। পরে যত খবর আসতে থাকে, বাড়তে থাকে মৃতের সংখ্যা। উত্তর তানজানিয়ার মানিয়ারা এলাকার আঞ্চলিক কমিশনার জানান, বন্যার জলের তোড়ে অনেক এলাকার রাস্তায় গাছ ভেঙে পড়েছে। পাহাড়ে ধস নেমেছে। রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে।

তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহ হাসানের অফিস থেকে জানানো হয়েছে, অন্তত পক্ষে ১,১৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দুর্দশাগ্রস্ত হয়ে পড়েছেন প্রায় ৬০০০ মানুষ!

প্রসঙ্গত, আফ্রিকার দেশ তানজানিয়ায় প্রতি বছরই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি ঘটে। বন্যায় প্রতি বছর কয়েক হাজার মানুষ দুর্ভোগের শিকার হন সেদেশে। বন্যা তানজানিয়ায় সবচেয়ে বড় প্রাকৃতিক বিপদ বলে জানান সেদেশের আবহবিদেরাও। কিন্তু কেন এবার বৃষ্টি বা বন্যার এত বাড়বাড়ন্ত সেখানে? বিজ্ঞানীরা বলছেন, এটা এল নিনোর এফেক্ট। বিশ্ব জুড়ে আবহাওয়া সম্মেলন হচ্ছে। নিশ্চয়ই কোনও সূত্র বেরিয়ে আসবে বলেই আশাবাদী দুর্দশাগ্রস্ত দেশগুলি।

(Feed Source: zeenews.com)