প্রকাশিত SSC CGL 2023 ফাইনালের ফলাফল, সফল ৭৮৫৯ জন, এখানে দেখুন ফলাফল

প্রকাশিত SSC CGL 2023 ফাইনালের ফলাফল, সফল ৭৮৫৯ জন, এখানে দেখুন ফলাফল

সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষার (SSC CGL 2023) চূড়ান্ত পর্বের ফলাফল ঘোষণা করল স্টাফ সিলেকশন কমিশন (SSC)। পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীরা স্টাফ সিলেকশন কমিশনের সরকারি ওয়েবসাইট – ssc.nic.in -এ গিয়ে ফলাফল দেখে নিতে পারেন। সেখানে সফল পরীক্ষার্থীদের তালিকা সহ পিডিএফ আপলোড করা হয়েছে। নীচে দেওয়া লিঙ্কে ক্লিক করেই ফলাফল এবং সফল প্রার্থীদের নামের তালিকা দেখতে পারবেন পরীক্ষার্থীরা। এখানে ক্লিক করলেই জানতে পারবেন এসএসসি সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষার ফলাফল

উল্লেখ্য, সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষার মাধ্যমে ৮ হাজার ৪১৫টি শূন্যপদে কর্মী নিয়োগ করবে এসএসসি। প্রথম এবং দ্বিতীয় পর্বের পরীক্ষার ফলের ওপর ভিত্তি করেই সম্মিলিত স্নাতক স্তরের ফাইনাল পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের বেছে নেওয়া হয়েছিল। পরীক্ষার্থীদের কম্পিউটার জ্ঞান এবং ডেটা এন্ট্রি স্পিড পরীক্ষা করা হয় এই পর্বের পরীক্ষায়। এই পর্বে মোট ৩৯ হাজার ২৭৩ জন পরীক্ষার্থী অংশ নেন। এসআই গ্রেডের দুই শূন্যপদের প্রার্থীদের ছাড়া সকলেই এই পর্বে অংশ নিয়েছিলেন।

এই পর্বে সফল হওয়া পরীক্ষার্থীদের চাকর পাওয়ার বিষয়টি অবশ্য নির্ভর করবে সংশ্লিষ্ট দফতরে গিয়ে নথি যাচাই প্রক্রিয়াকরণ সম্পন্ন হওয়ার ওপর। আপাতত এসএসসি-র তরফ থেকে ৭ হাজার ৮৫৯ জনকে শর্টলিস্ট করা হয়েছে সম্মিলিত স্নাতক স্তরের পরীক্ষায় সফল প্রার্থী হিসেবে। এদিকে ফইনাল পর্বে বসা ১০ জন পরীক্ষার্থীর ফলাফল প্রকাশ করা হয়নি বিভিন্ন কারণে। এদিকে কমিশন সফ জানিয়ে দিয়েছে, কোনও রিজার্ভ বা ওয়েটিং লিস্ট বানানো হয়নি পরীক্ষার্থীদের। যে পদ শূন্য থেকে যাবে, তার নিয়োগের জন্য পরে আবার পরীক্ষা হবে। এদিকে ফাইনাল পরীক্ষার মডেল উত্তরপত্র এবং সব প্রার্থীদের (সফল এবং অসফল) মার্কস শীঘ্রই প্রকাশ করতে চলেছে কমিশন।

(Feed Source: hindustantimes.com)