সূর্যের ফাটাফাটি সব ছবি পাঠাল আদিত্য, সানস্পট দেখে চমকে যাবেন

সূর্যের ফাটাফাটি সব ছবি পাঠাল আদিত্য, সানস্পট দেখে চমকে যাবেন

সূর্যের উপর নজর রাখছে ভারতের মহাকাশযান। আর সেখান থেকে পাঠানো ছবি দেখে হতবাক অনেকেই। আদিত্য এল ১ চলতি বছরে উৎক্ষেপন করেছিল ভারত। আর সেখান থেকে যে ছবি মিলেছে তা সত্যিই সূর্য সম্পর্কে অনেক অজানা দিককে তুলে ধরতে পারে।

ইসরো জানিয়েছে, সোলার আলট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ ইনস্ট্রুমেন্টের মাধ্য়মে এই ছবি তোলা হয়েছে। ১১টা নানা ধরনের ফিল্টার ব্যবহার করে এই ছবি তোলা হয়েছে। অন্তত ২০০-৪০০ এনএম ওয়েভলেন্থে এই ছবি তোলা হয়েছে।

এই ছবিতে একাধিক সানস্পটের ছবি এসেছে। মানে সৌরকলঙ্ক। তবে ওয়াকিবহাল মহলের মতে, মূল সূর্যের তুলনায় ওই সানস্পটগুলি কিছুটা কালচে। মানে এগুলি অপেক্ষাকৃত কম গরম। তবে সেটাও নেহাত কম কিছু নয়।

কার্যত আলট্রাভায়োলেট ওয়েভলেন্থে এই ছবি তোলা হয়েছে। একেবারে ফুল ডিস্ক ইমেজ। সেই ছবিতে সূর্যের পৃষ্ঠদেশের নানা দিকে সম্পর্কে জানা গিয়েছে। এতদিন যা বোঝা যেত না সেটাই বোঝা গিয়েছে ওই ছবিগুলিতে।

অন্তত ৫০জন বিজ্ঞানী গবেষক, ইন্টার ইউনিভার্সিটি সেন্টার ফর অ্যাস্ট্রেনমি অ্যান্ড অ্য়াস্ট্রিফিজিক্স(পুনের) পড়ুয়াদের উদ্যোগে এই আদিত্য সৌরযান তৈরি করা হয়েছিল। আর সেই আদিত্য এবার বড় পদক্ষেপ ফেলল। সূর্যের অপূর্ব সব ছবি পাঠাল আদিত্য। সেই ছবি দেখে হতবাক বিজ্ঞানীরা।

শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে এই আদিত্য সৌরযান উৎক্ষেপন করা হয়েছিল। গত ২ সেপ্টেম্বর এটা ছাড়া হয়। একাধিক যন্ত্রপাতি রয়েছে এই সৌরযানে। সেগুলি দিয়ে ফটোস্ফেয়ার, ক্রোমোস্ফেয়ার, আর সূর্যের একেবারে ওপরের অংশ পরীক্ষা করা হচ্ছে।

পৃথিবী থেকে প্রায় ১.৫ কিমি দূরে এই এল-১। অঙ্কবিদ জোসেফ লুইস লাগরেঞ্জ এই এল-১ পয়েন্টটি আবিষ্কার করেছিলেন। আদিত্য এল ১ আগামী জানুয়ারি মাসে এল-১ পয়েন্টে পৌঁছতে পারে।

(Feed Source: hindustantimes.com)