মানুষের সঙ্গেই বসবাস করে ভিনগ্রহীরা! বিজ্ঞানীর গবেষণা জানলে গা শিউরে উঠবে

মানুষের সঙ্গেই বসবাস করে ভিনগ্রহীরা! বিজ্ঞানীর গবেষণা জানলে গা শিউরে উঠবে

এলিয়েনের ব্যাপারে উঠে এল হাড় হিম করা তথ্য। এমন এক তত্ত্ব উঠে এসেছে যাতে বলা হয়েছে যে আমরা বহুবার সামনা সামনি এলিয়েন দেখেছি কিন্তু দেখেও চিনতে পারিনি। শুনতে অবাক লাগলেও এমনই  দাবি করেছেন এক বিজ্ঞানী। তিনি বলেছেন এলিয়েনের গঠন সম্পর্কে আমাদের যে ধারনা রয়েছে তা একেবারেই ভুল এবং হয়তো হুবহু মানুষের মতোই দেখতে হতে পারে এই জীবকে।

এমনও বলা হয়েছে যে এলিয়েনরা আমাদের সঙ্গেই মানুষ রূপে বসবাস করে। এবং আমাদের আশেপাশে থাকার পরেও আমরা তাদের ভীনগ্রহী বলে চিনতে পারি না  এই সব তত্ত্বের ক্ষেত্রে বেশকিছু প্রমাণও দিয়েছেন তিনি।

নাসার একজন বিজ্ঞানী একটি গবেষণাপত্রে ব্যাখ্যা করেছেন যে কীভাবে এলিয়েনরা আমাদের সামনা সামনি এসেছি এবং আমরা তাদের এলিয়েন বলে জানতেই পারিনি।

নাসার ইন্টেলিজেন্ট সিস্টেমস ডিভিশনের সিলভানো পি কলম্বানো ‘নিউ ইম্পেকশনস টু গাইড এসইটিআই রিসার্চ’ নামের একটি গবেষণাপত্রে যুক্তি দিয়েছেন যে ভীনগ্রহের বাসিন্দাদের আমরা যেরকম অবয়বের ভাবি তারা ঠিক সেইরকম দেখতে নয়  এবং তারা খুব অল্প সময়তেই বিশাল দূরত্ব অতিক্রম করতে সক্ষম হয় তাই আমাদের সঙ্গে দেখা হলেও আমরা বুঝতে পারি না।

তিনি আরও জানিয়েছেন, ‘আমাদের সভ্যতার প্রযুক্তিগত উন্নয়ন মাত্র ১০ হাজার বছর আগে শুরু হয়েছিল এবং মাত্র গত ৫০০ বছর আগে থেকে বৈজ্ঞানিক পদ্ধতির উত্থান হয়েছে তাই , এলিয়েন সম্পর্কে আমাদের যে সাধারণ ধারনাগুলো ছিল তা সবই ভুল হতে পারে। এবং এলিয়েনদের চেনার মতো প্রযুক্তিগত ক্ষমতা এখনও পৃথিবীর হয়নি।’

তিনি তার সমস্ত সহকর্মীদের এলিয়েনদের মানুষের কাছাকাছি আসার বা মানুষের সঙ্গে বসবাস করার সম্ভাবনাগুলোকে আরও পরিষ্কার ভাবে বুঝিয়েছেন। এবং কীভাবে বিভিন্ন সময় ইউএফও দেখতে পাওয়ার ঘটনাগুলো একেবারেই অস্বীকার করা যায় না। সেই বিষয়তেও একটি ধারনা দিয়েছেন।

নাসার এসইটিআই ইনস্টিটিউট আয়োজিত ‘ডিকোডিং এলিয়েন ইন্টেলিজেন্স’ শীর্ষক এক কর্মশালায় কলম্বানো প্রথম তাঁর এইপ্রবন্ধ উপস্থাপন করেন।

(Feed Source: hindustantimes.com)