আগামীকাল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের, ধর্না মঞ্চে গিয়ে আশ্বাস কুণালের

আগামীকাল শিক্ষামন্ত্রী সঙ্গে বৈঠক চাকরিপ্রার্থীদের, ধর্না মঞ্চে গিয়ে আশ্বাস কুণালের
কলকাতা: বাম-কংগ্রেস-বিজেপি-র উপস্থিতির মধ্য়েই SLST সভামঞ্চে পৌঁছলেন কুণাল ঘোষ (Kunal Ghosh)। কথা বললেন চাকরিপ্রার্থীদের (Job Seekers Protest) সঙ্গে। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনকারীদের বৈঠকের আশ্বাস দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তবে, গতকাল কুণাল পৌঁছতেই ওঠে চোর চোর স্লোগান। যদিও কুণালের দাবি, চোর স্লোগান কোনও আন্দোলনকারী দেননি।

আগামীকাল চাকরিপ্রার্থীদের সঙ্গে বৈঠক শিক্ষামন্ত্রীর: ১০০০ দিন পার করল SLST চাকরিপ্রার্থীদের আন্দোলন। মাথা কামিয়ে প্রতিবাদ জানিয়েছেন আন্দোলনকারীরা। আর সেদিনই চাকরিপ্রার্থীদের মঞ্চে গিয়ে সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিপ্রার্থীদের বৈঠকের আশ্বাস দিলেন কুণাল ঘোষ। আবার তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক সেখানে থাকাকালীনই উঠেছে চোর স্লোগান। শনিবার SLST চাকরিপ্রার্থীদের আন্দোলনের হাজার দিনে, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য়রা সেখানে যান। তবে কুণাল ঘোষ ধর্নাস্থলে পৌঁছোতেই হুলস্থূল বাধে। কিছুক্ষণ বসে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন তিনি। তারপর সেখান থেকে ফোন করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুকে। তারপর তৃণমূলের রাজ্য় সাধারণ সম্পাদক দাবি করেন, সোমবার চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসু। কুণাল ঘোষ বলেন, “কোনও একটা জটিলতার জন্য আটকে আছে। আদালতের কোনও একটা জায়গায় আটকে আছে। মাননীয়া চান চাকরি হোক। শিক্ষামন্ত্রী চান চাকরি হোক। অভিষেক তো বৈঠক করে বলটা রোল করে দিয়েছিলেন। একটা আঁকশি লেগে আছে। সোমবার শিক্ষামন্ত্রী ওঁদের সঙ্গে দেখা করবেন।’’

গতবছরের ৮ অগাস্ট শিক্ষামন্ত্রী ব্রাত্য় বসুর সঙ্গে বৈঠক করেছিলেন SSC-র আন্দোলনকারীরা। SSC-র চাকরিপ্রার্থীদের সঙ্গে দেখা করেছেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ও। সোমবার শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে কি SLST চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র পাওয়ার পথে বাধা কাটবে? অবসান হবে দীর্ঘদিনের অপেক্ষার? এক চাকরিপ্রার্থী বলেন, “কুণাল ঘোষ এসেছিলেন। আমরা এতদিন বিভিন্ন জায়গায় ছুটে ছুটে বেরিয়েছি। উনি ৬ জন প্রতিনিধির সঙ্গে কথা বলেছেন। আমরা চাই সোমবার যে বৈঠক হবে, সেটাই যেন শেষ বৈঠক হয়। ২০২৪-এই যেন আমরা স্কুলে যেতে পারি।’’ আরেক চাকরিপ্রার্থীর কথায়, “গত বছর অগাস্টে বৈঠক হয়েছে। আজ কুণালের উপস্থিতিতে শিক্ষামন্ত্রীদের নিয়ে বৈঠক হবে। আমরা চাই আগামী বৈঠক যেন শেষ বৈঠক হয়। আমরা আর ফেস করতে পারছি না।’’

(Feed Source: abplive.com)