100-Day Cough: '১০০ দিনের কাশি' নিয়ে উদ্বিগ্ন সারা দেশ! ৩ মাসে সংক্রমণ ২৫০ শতাংশ…

100-Day Cough: '১০০ দিনের কাশি' নিয়ে উদ্বিগ্ন সারা দেশ! ৩ মাসে সংক্রমণ ২৫০ শতাংশ…

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একশো দিনের কাজ নিয়ে উত্তাল ভারত। এদিকে একশো দিনের কাশি নিয়ে উত্তাল ব্রিটেন। ভারতে কেন্দ্রীয় সরকারের সঙ্গে বাংলা সরকারের দড়ি টানাটানি চলছে এই ১০০ দিনের টাকা দেওয়া না-দেওয়া নিয়েই। এদিকে ১০০ দিনের কাশি আতঙ্কে ফেলে দিয়েছে গোটা ব্রিটেনকে।

আর কয়েকদিনের মধ্যেই পড়তে চলেছে শীত। আর শীত মানেই সর্দি-কাশি। তবে বিশেষজ্ঞেরা বলছেন, এবার সর্দি-কাশি হলে বিষয়টিকে অত সহজে নেওয়া যাবে না। কারণ, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে পড়ছে এক অতি সংক্রামক রোগ। কী সেই রোগ? ১০০ দিনের বেশি সময় ধরে লেগেই থাকছে সর্দি-কাশি। হুপিং নয়, ‘১০০ দিনের কাশি’ নামেই পরিচিত হয়ে উঠেছে এই সংক্রমণ।

জানা গিয়েছে, এই সংক্রমণ ব্রিটেনে দ্রুত ছড়িয়ে পড়ছে। গত কয়েক মাসে এই সংক্রমণের কেস প্রায় ২৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে! সাধারণ ঠান্ডা লাগা বা সর্দি-কাশি টানা তিন মাস পর্যন্ত সঙ্গী হলেই চিন্তার। ব্রিটেনের স্বাস্থ্য সিকিউরিটির তরফে জানানো হয়েছে, জুলাই থেকে নভেম্বর মাসের মধ্য়ে ৭১৬টি এই ধরনের সংক্রমণের রিপোর্ট মিলেছে। মূলত ফুসফুসে ব্যাকটেরিয়ার সংক্রমণ থেকে এই ১০০ দিনের কাশি হচ্ছে। স্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, ১০০ দিনের কাশি থেকে হার্নিয়া, পাঁজর ফুলে যাওয়া, কানে সংক্রমণ ও প্রস্রাবে সমস্যা দেখা দিতে পারে।

(Feed Source: zeenews.com)